শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাখাইন রাজ্যের বর্তমান অবস্থা রোহিঙ্গাদের নিরাপদভাবে প্রত্যাবাসন করা সম্ভব না : ড. খলিলুর রহমান আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা কক্সবাজার-মহেশখালী নৌ রুটে পরীক্ষামুলক সী ট্রাক চলাচল শুরু চকরিয়ায় বাস-অটোরিক্সার সংঘর্ষে নিহত ২ বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূতের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন মঙ্গল জলে মাতোয়ারা রাখাইন তরুণ-তরুণী টেকনাফের ‘হ্যান্ড গ্রেনেড’টি বিস্ফোরণ করে নিষ্ক্রিয় করল সেনা বাহিনী মুক্তিপণ পেয়েও অপহৃত ভাগিনাকে হত্যা; মামা গ্রেপ্তার প্রতিবেশী দেশ ভারতের সাথে মিল রেখে ১৫ এপ্রিল থেকে মাছ শিকারে নিষেধাজ্ঞা আরোপ : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঈদগাঁওতে যাত্রীবাহী বাসের ধাক্কায় কিশোর নিহত

আমরা ধর্মচর্চা করবো,অনুশীলন করবো কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, আমরা ধর্মচর্চা করবো, ধর্ম অনুশীলন করবো। কিন্তু বিদ্বেষ পোষণ করবোনা। মসজিদ, মন্দির, শশ্মানের জমি যারা দখল করে রেখেছে আরএস বিএস সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের মাধ্যমে যোগাযোগ করলে আমরা আপনাদের জমি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবো।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে কক্সবাজারের উখিয়ার রত্নাপালং উত্তর ভালুকিয়া এলাকায় একক সদ্ধর্মদেশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম. খালিদ হোসেন।

উপদেষ্টা আরও বলেন,” বৌদ্ধ ধর্মের কেউ ঢাকাতে মারা গেলে সৎকার বা অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন করতে পারতোনা। আমরা দায়িত্ব নেবার পর জমির ব্যবস্থা করে শ্মশান বানিয়ে দিছি। এছাড়া যেখানে যাচ্ছি প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানে সাধ্যমতো অনুদান দিচ্ছি।” একইদিন দুপুরে উখিয়া কেন্দ্রীয় জামে মসজিদে তিনি জুমার নামাজ আদায় করেন। সেখানে বক্তব্যে তিনি বলেছেন,” এ দেশ সকলের। আমরা মিলেমিশে সুন্দর একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলবো। যেখানে থাকবেনা কেনো ভেদাভেদ।”

বৌদ্ধদের ধর্মীয় অনুষ্ঠানের দিন সকালে অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টামণ্ডলীর সদস্য বিজন কান্তি সরকার, উখিয়া উপজেলা বিএনপির আহবায়ক সরওয়ার জাহান চৌধুরী সহ বিভিন্ন পদস্থ নেতৃবৃন্দরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888