মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৬ অপরাহ্ন

টেকনাফের পাহাড়ে আবারও অপহরণ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের পাহাড়ে আবারও এক ব্যক্তিকে অপহরণ করেছে সশস্ত্র গোষ্ঠি।

সোমবার সকাল ৭ টায় এই অপহরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাহারছড়ার ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ।

অপহৃত মোহাম্মদ দেলোয়ার (২৫) মারিশবনিয়া এলাকার মৃত আব্দুল করিম মিস্ত্রীর ছেলে।

ইউপি সদস্য ফরিদ উল্লাহ জানিয়েছেন, সকালে এলাকার ৩ জন মিলে পাহাড়ে ছন আনতে যায়। ওই সময় সশস্ত্র গোষ্ঠি ধাওয়া করে একজনকে ধরে নিয়ে যায়। অপর দুইজন কোন রকম পালিয়ে এসেছে। এ পর্যন্তত অপহরণ চক্রের সদস্যরা কোন ফোন করেনি। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভ রঞ্জন সাহা বলেন, একজন অপহরণের বিষয়টি শুনেছেন। এব্যাপারে পুলিশ কাজ শুরু করেছে।

কক্সবাজার জেলা পুলিশ ও ভুক্তভোগী ব্যক্তিদের তথ্য বলছে, এনিয়ে গত ১৫ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৪৫ জনকে অপহরণের ঘটনা ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888