শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

টেকনাফে ১০ কিলোমিটার ম্যারাথন দৌড়

টেকনাফ প্রতিবেদক: তারুণ্যর অগ্রযাত্রা অব্যাহত থাকার তাগিদে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এ স্লোগানে তারুণ্যের উৎসব- ২০২৫ এর অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে এ ম্যারাথন দৌঁড় অনুষ্টিত হয়েছে। এতে ৪১ মিনিট সময় নিয়ে টেকনাফ ডিগ্রী কলেজের শিক্ষার্থী ইউসুফ জালাল প্রথম স্থান অধিকার করেছেন।

টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল একশ্যান (ইপসা) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এ দৌড় অনুষ্টিত হয়।

মঙ্গলবার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে “ম্যারাথন” এর আয়োজন করা হয়েছে।এতে টেকনাফ উপজেলার ১০০জন তরুণের অংশগ্রহণে অনুষ্ঠেয় “ম্যারাথন” সকাল সোয়া ৮টায় টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়ে মাঠ থেকে দৌঁড় শুরু হয়ে মেরিন ড্রাইভ সড়কের সাবরাং জিরো পয়েন্টে গিয়ে শেষ হয় ৯টায়।

ম্যারাথন দৌঁড়ের উদ্বোধন করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন। এসময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরিফ উল্লাহ নেজামী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান,ইপসার প্রকল্প সমন্বয়কারী রাশেদুল করিম প্রমূখ উপস্থিত ছিলেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ এহসান উদ্দীন বলেন, ম্যারাথন দৌড় হচ্ছে একটি পন্থা যার মাধ্যমে আমরা শারিরীক ও মানসিকভাবে সুস্থ থাকতে পারি ও মানসিক চাপ কমাতে পারি।
তিনি আরও বলেন, যারা দৌড়াচ্ছে তারা জুলাই-আগস্ট মাসে বিপ্লব করেছিল তাদেরকে নিয়ে আমরা রান ফর জাস্টিস নামে এ দৌড় শুরু করা হয়েছে।এটা কোন প্রতিযোগিতা নয়। আমরা জানিয়ে দিতে চাই তরুনেরা সকলেই একতাবদ্ধ রয়েছে ।

ম্যারাথন (ইংরেজি: Marathon) দূরপাল্লার দৌড় খেলাবিশেষ। দাপ্তরিকভাবে এ দৌড়ের দূরত্ব নির্ধারণ করা হয়েছে ৪২.১৯৫ কিলোমিটার বা ২৬ মাইল ৩৮৫ গজ। সচরাচর খেলা পরিচালনায় রাস্তা ব্যবহার করা হয় বিধায় এটি রোড রেস বা রাস্তায় দৌড় খেলা নামে পরিচিত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888