শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা ও গুলিসহ দেবর-ভাবী আটক 

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযানে ইয়াবা ও গুলিসহ দেবর-ভাবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আর এপিবিএন পুলিশ।

রোববার মধ্যরাতে উখিয়া উপজেলার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারি পরিচালক এ কে এম দিদারুল আলম।

আটকরা হল, উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আবু বক্করের ছেলে মো. সেলিম (২৩) এবং তার ভাই ক্যাম্পটির জি-১০ ব্লকের বাসিন্দা মো. জামালের স্ত্রী আসাম আক্তার (২০)।

দিদারুল আলম বলেন, রোববার মধ্যরাতে উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জনৈক ব্যক্তির বসত ঘরে মিয়ানমার থেকে পাচার হয়ে আসা মাদকের চালান মজুদ থাকার খবর পায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে বিষয়টি রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত এপিবিএন পুলিশের সংশ্লিষ্টদের অবহিত করে যৌথ অভিযান চালানো হয়। এতে সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে ৩/৪ জন লোক দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হলেও অন্যরা পালিয়ে যায়।

“ পরে বসত ঘরটি তল্লাশী চালিয়ে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ২০ হাজার ইয়াবা এবং বিদেশি নাইন এমএম পিস্তলের ১০ গুলি উদ্ধার করা হয়। আটকরা আপন দেবর-ভাবী। “

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ কর্মকর্তা বলেন, “ আটকরা জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে মাদকের চালান এনে ক্যাম্পে মজুদ রাখতো। পরে সুবিধাজনক সময়ে রোহিঙ্গা ক্যাম্প ও কক্সবাজার শহরের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে মাদকগুলো পাচার করতো। অভিযানকালে আটক আসমা আক্তারের স্বামী মো. জামাল বিদেশি পিস্তলসহ পালিয়ে যায়। “

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলে জানান, এ কে এম দিদারুল আলম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888