শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :

শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে হবে : সালাহউদ্দিন আহমেদ


নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশকে শক্তিশালী গণতান্ত্রিক রাস্ট্র হিসেবে গড়ে তুলতে বৈষম্যহীন ও সাম্যের ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠার জন্য সকলকে গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

শনিবার দুপুরে কক্সবাজারের পেকুয়ায় উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও কর্মচারী সম্মিলন এবং চড়ুইভাতি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জন্মগতভাবে মানুষ সাহসী হয়ে জন্মালেও শিক্ষার মাধ্যমে মানুষ বীরত্বের পরিচয় লাভ করে, মানুষ তাঁদেরকে স্মরণ রাখেন যারা মনুষ্যত্ববোধ সম্পন্ন মানবিক পৃথিবীর জন্য অবদান রেখে গেছেন। শিক্ষকরাই জাতিকে এই শিক্ষা দিয়ে থাকেন।

পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আবুল হাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মিলন ও চড়ুইভাতি অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈষম্যহীন ও সাম্যের ভিত্তিতে সুশাসনের জন্য সকলকে গুরুত্ব দিতে হবে। এর জন্য শিক্ষক সহ সকলের সহযোগিতার আহবান জানান।

এসময় পেকুয়া সরকারি মডেল জি এম সি ইন্সটিটিউশনের সাবেক প্রধান শিক্ষক এ এম এম শাহাজাহান চৌধুরী, শিলখালী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসিম উদ্দিন, পেকুয়া উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাস্টার ইব্রাহিম, ফৈয়জুনন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ ইউসুফ সহ উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888