রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ১০:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক: আগামী ৮ ফেব্রুয়ারি কক্সবাজার যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাক্তার শফিকুর রহমান। তার সফরকে কেন্দ্র করে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ওইদিন সকাল ৯ টায় কক্সবাজার সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। যেখানে লক্ষাধিক লোকের সমাগম হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বুধবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা নূর আহমদ আনোয়ারী জানিয়েছেন, আয়োজিত কর্মী সম্মেলনকে সফল করার লক্ষ্যে ইতোমধ্যে জেলার প্রত্যেক উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড-ইউনিট ভিত্তিক প্রস্তুতি কাজ শেষ পর্যায়ে। লক্ষাধিক লোকের সমাগমকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপত্তার সাথে সম্পন্ন করার লক্ষ্যে সরকারি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি জামায়াতের নিজস্ব প্রায় এক হাজার স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে।
এছাড়াও মেডিকেল টিম, এম্বুলেন্স, টেকনিক্যাল টিমসহ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবারের কর্মী সম্মেলনে পুরুষ জনশক্তির পাশাপাশি তাদের মহিলা জনশক্তিরাও অংশগ্রহণ করবেন। মহিলা জনশক্তির জন্য কক্সবাজার সরকারি কলেজের পাশে অবস্থিত ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আলাদা বসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের সেক্রেটারী জাহেদুল ইসলাম, শহর জামায়াতের আমীর আব্দুল্লাহ আল ফারুকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
.coxsbazartimes.com
Leave a Reply