সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক: টেকনাফের নাফ নদীতে বিজিবির অভিযানে ‘পাচারকারিদের ফেলে প্লাস্টিকের ভাসমান বস্তায়’ মিললো দুই লাখ ২০ হাজার ইয়াবা।
বুধবার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলে পাড়া সীমান্তের নাফ নদীতে এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
লে. কর্নেল আশিকুর বলেন, ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জেলে পাড়া সীমান্তের নাফ নদী দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচারের খবরে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে নদী সাঁতরিয়ে সন্দেহজনক ৩ ব্যক্তিকে জেলে পাড়ার দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা। এসময় বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো সাথে থাকা ৩ টি প্লাস্টিকের বস্তা পানিতে ফেলে দিয়ে মিয়ানমার অভ্যন্তরে পালিয়ে যায়।
“ পরে পাচারকারিদের ফেলে যাওয়া বস্তা ৩ টি ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে পাওয়া যায় ২ লাখ ২০ হাজার ইয়াবা ও ১ টি বিদেশি মদের বোতল। “
উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলে জানান, বিজিবির এ কর্মকর্তা।
.coxsbazartimes.com
Leave a Reply