সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে কুতুবদিয়া উপকূলের অদূর সাগরে শুল্ক ফাঁকি দিয়ে জ্বালানী তেল অবৈধভাবে আদান প্রদানের সময় পানামার পতাকাবাহী বিদেশি একটি বাণিজ্যিক জাহাজ সহ ২ টি জাহাজ আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার দুপুরে কুতুবদিয়া উপজেলার উপকূলবর্তী অদূর সাগরের বহির্নোঙ্গর এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
সিয়াম-উল-হক বলেন, শনিবার সকাল থেকে কুতুবদিয়া বহির্নোঙ্গর সাগর এলাকায় কোস্টগার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ নিয়মিত টহল দিচ্ছিল। এক পর্যায়ে দুপুরের দিকে বাংলাদেশি সন্দেহজনক ওয়েল ট্যাংকার ‘ওটি ইউনিয়ন’ এবং পানামার পতাকাবাহী বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমটি ডলফিন-১৯’ জ্বালানী তেল আদান-প্রদান করতে দেখে কোস্টগার্ড সদস্যরা। পরে কোস্টগার্ড সদস্যরা বাংলাদেশি ও বিদেশি জাহাজ দুইটির সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদে উভয় জাহাজ কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা কুতুবদিয়া বহির্নোঙ্গর সাগরে নোঙ্গর করা এবং জ্বালানী তেল সংগ্রহ কিংবা প্রদানের স্বপক্ষে বৈধ কোন ধরণের কাগজপত্র দেখাতে পারেননি। “
কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা বলেন, “ পানামার পকাকাবাহী বিদেশি জাহাজটি মোংলা সমুদ্রবন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু শনিবার সকাল ৭ টায় জাহাজটি সেখানে না গিয়ে কুতুবদিয়া বহির্নোঙ্গর সাগরে নোঙর করে। এছাড়া চট্টগ্রামবন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত বিদেশি জাহাজটি অবৈধভাবে বাংলাদেশি ওয়েল ট্যাংকার থেকে দুপুর ২ টায় জ্বালানী তেল সংগ্রহ করছিল। প্রায় ৭ ঘন্টা পর দুপুর ২ টা পর্যন্ত ৩৫৬ মেট্টিক জ্বালানী সংগ্রহ করেছে। “
সরকারের বিপুল পরিমান রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশি জাহাজটিতে তেল সরবরাহ করা হচ্ছিল তথ্য দিয়ে সিয়াম-উল-হক বলেন, বাংলাদেশি ৯ জন ক্রুসহ জাহাজ দুইটি চট্টগ্রামবন্দরে বহির্নোঙ্গরে কোস্টগার্ডের তত্ত্বাধানে রয়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক মেরিন কোর্টের মাধ্যমে জাহাজ দুইটিকে জরিমানা আদায়সহ ঘটনার ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
.coxsbazartimes.com
Leave a Reply