বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজার সৈকতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শিত টেকনাফ-সেন্টমার্টিন নৌপথসহ এবার নাফনদীতে সকল নৌযান চলাচল অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা মংডু নিয়ন্ত্রণ নিয়ে নাফনদীর মিয়ানমার অংশে নিষেধাজ্ঞা আরাকান আর্মির ; বাংলাদেশ অংশে বিজিবির টহল জোরদা রামু থেকে বন্দুক ও গুলি উদ্ধার হাইকোর্টের আদেশে সমুদ্র সৈকতের বালিয়াড়ির অবৈধ স্থাপনা একদিনের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে নেয়ার নিদের্শ চকরিয়ায় হামলায় আহতের ১৬ দিন পর কলেজ ছাত্রের মৃত্যু থামছে না ওপারের মুহুর্মুহু বিস্ফোরণের বিকট শব্দ : কাটছে না সীমান্তবাসির আতংকও ‘বাবাকে না পেয়ে অস্ত্র মামলায় ফাঁসানো সেই শিক্ষার্থীর’ জামিন কক্সবাজার সৈকতে বিশ্বের সর্ববৃহৎ ‘প্লাস্টিক দানব’ কক্সবাজারে ৫ বছরে এইডস আক্রান্ত ৭৯৩ জন, মারা গেছে ১২০ জন

কক্সবাজার সৈকতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শিত

নিজস্ব প্রতিবেদক : বিশ্বভ্রমণ পর্বে বাংলাদেশে প্রথম জনসম্মুখে দেখা মিলেছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। বুধবার সকাল ১০ টা থেকে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে প্রদর্শিত হয়েছে এই ট্রফিটি। যা রাখা হবে বিকাল ৪ টা পর্যন্ত। ট্রফিটি প্রদর্শনের খবরে পর্যটকদের পাশাপাশি অসংখ্য উৎসুক জনতার ভিড় জমে সেখানে। আর ট্রফি প্রদর্শনী ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে, জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও র‌্যাব সদস্যরা।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী জানিয়েছেন, সমুদ্র সৈকতে আইসিসি ট্রফি প্রদর্শনকে ঘিরে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও র‌্যাব সদস্যরা। বিকালের মধ্যেই ট্রফিটি প্রদর্শন শেষে ঢাকায় নিয়ে যাওয়া হবে জানিয়েছেন তিনি।

বিসিবির সিনিয়র ম্যানেজার মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রাবীন ইমাম এক বিজ্ঞপ্তিতে জানান, দুবাই ভিত্তিক বহুজাতিক লজিস্টিক কোম্পানী ‘ডিপি ওয়ার্ল্ডে’ এর তত্ত্বাবধানে ট্রফিটির বিশ্বভ্রমণ পর্ব শুরু হয়েছে আইসিসি টুর্ণামেন্টের সর্বশেষ আয়োজক দেশ পাকিস্তান থেকে। গত ১৬ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত ট্রফিটি প্রদর্শনের অবস্থান ছিল দেশটির বিভিন্ন অঞ্চলে। পাকিস্তান পর্ব শেষে গত ২৬ নভেম্বর ট্রফিটি নিয়ে যাওয়া হয় আফগানিস্তানে। গত ২৮ নভেম্বর পর্যন্ত আফগানদের আতিথ্যে বিভিন্ন এলাকায় ট্রফিটি প্রদর্শিত হয়। এরপর শুরু হয় ট্রফিটির বাংলাদেশ সফর পর্ব। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় ট্রফিটি প্রদর্শন করা হবে।

নিরাপত্তায় থাকা র‍্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর সাইফুল ইসলাম, র‍্যাবের ৩০ সদস্যদের একটি টিম নিরাপত্তার দায়িত্বে রয়েছি। কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। সবাই আনন্দের সঙ্গে দেখছি আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888