বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
কক্সবাজার সৈকতে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি প্রদর্শিত টেকনাফ-সেন্টমার্টিন নৌপথসহ এবার নাফনদীতে সকল নৌযান চলাচল অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা মংডু নিয়ন্ত্রণ নিয়ে নাফনদীর মিয়ানমার অংশে নিষেধাজ্ঞা আরাকান আর্মির ; বাংলাদেশ অংশে বিজিবির টহল জোরদা রামু থেকে বন্দুক ও গুলি উদ্ধার হাইকোর্টের আদেশে সমুদ্র সৈকতের বালিয়াড়ির অবৈধ স্থাপনা একদিনের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে নেয়ার নিদের্শ চকরিয়ায় হামলায় আহতের ১৬ দিন পর কলেজ ছাত্রের মৃত্যু থামছে না ওপারের মুহুর্মুহু বিস্ফোরণের বিকট শব্দ : কাটছে না সীমান্তবাসির আতংকও ‘বাবাকে না পেয়ে অস্ত্র মামলায় ফাঁসানো সেই শিক্ষার্থীর’ জামিন কক্সবাজার সৈকতে বিশ্বের সর্ববৃহৎ ‘প্লাস্টিক দানব’ কক্সবাজারে ৫ বছরে এইডস আক্রান্ত ৭৯৩ জন, মারা গেছে ১২০ জন

চকরিয়ায় হামলায় আহতের ১৬ দিন পর কলেজ ছাত্রের মৃত্যু


চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে আয়ুব উদ্দিন (২৪) নামে এক কলেজ ছাত্রকে পিটিয়ে আহতের ১৬ দিন পর  চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান বলে পরিবার সদস্য ও পুলিশ নিশ্চিত করেছেন ।

আয়ুব উদ্দিন উপজেলার কৈযারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড স্কুল পাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে ডুলাহাজারা কলেজ থেকে চলতি বছর এইচ এস সি পাস করে।

নিহতের পিতা আনোয়ার হোসেন জানিয়েছেন, গত ২২ নভেম্বর রাত ৮টার দিকে কৈয়ারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকার ফিরোজ আহমদর ছেলে মো. ওয়াহিদ মোবাইলে আয়ুব উদ্দিন ও তার বন্ধু আবদুর রহমানকে ডিককূল এলাকায় ডেকে নিয়ে যায়। ওখানে থাকা চকরিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড আমান পাড়া এলাকার আমির হোসেনের ছেলে মো. মনির এর নেতৃত্বে  ৪-৫ জন যুবক লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে আয়ুব ও তার বন্ধু আবদুর  রহমান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করে। 

আনোয়ার হোসেন বলেন, আমার ছেলে ক্ষেতখামারে কাজ করে লেখাপড়ার পাশাপাশি পরিবারের খরচ মেটাতো।  এখন থেকে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। 

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, হামলায় আহতের পর একটি অভিযোগ দায়ের করা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে সমাধানের কথা বলে বাদী থানায় আসেনি। নিহতের ঘটনায় এজাহার দিলে মামলা রুজু করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888