বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৬ পূর্বাহ্ন
চকরিয়া প্রতিবেদক: চকরিয়ায় জেলা পরিষদের মালিকানাধীন জমিতে অবৈধভাবে নির্মিত লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের অফিস উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (২০ নভেম্বর) সকালে চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. এরফান উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করা হয়।
তিনি জানান, চকরিয়া উপজেলা লক্ষ্যারচর মৌজায় বি এস ৭ নম্বর খতিয়ানে দুই দাগে ৪০ শতক জমির মালিক কক্সবাজার জেলা পরিষদ। বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি চক্র আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে জেলা পরিষদের জমিতে অফিস নির্মাণ করে দখলে রাখেন। বুধবার সকালে জেলা পরিষদের প্রকৌশলী, সার্ভেয়ার, থানা পুলিশের একটি দল লক্ষ্যারচর ইউনিয়নের ছিকলঘাট এলাকায় অভিযান পরিচালনা জমি উদ্ধার করা হয়।
মো. এরফান উদ্দিন বলেন, সরকারি জমি দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ
.coxsbazartimes.com
Leave a Reply