মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে দুই যুবকের মধ্যে দুষ্টামির জের ধরে কথা কাটাকাটির জেরে আবদুর রহমান (৩০) নামের এক যুবককে গুলি এবং কুপিয়ে হত্যা করা হয়েছে।
রবিবার দিবাগত রাত ১০ টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
নিহত আবদুর রহমান হোয়াইক্যং ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার বাসিন্দা মৃত আব্দুস সালামের ছেলে।
নিহতের বোন নুর ফাতেমা বলেন, স্থানীয় বদি আলমের সাথে নিহত আববদুর রহমানের মশকারা থেকে কথা-কাটাকাটি হয়। এরপরে রহমান বাড়িতে চলে আসে। পরে ফোন করে পুনরায় ডেকে নিয়ে রহমানকে গুলি করে এবং দা দিয়ে কুপিয়েছে। গুলির আওয়াজ শুনে স্থানীয় জনতা জড়ো হলে হামলাকারিরা পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ রহমানকে হাসপাতালের নেওয়ার পথে মৃত্যু বরণ করেন।
তিনি বলেন, আজগর আলীর ছেলে হোয়াইক্যং ইউনিয়ন (দক্ষিণ) যুবদলের আহবায়ক জাকারিয়ার নেতৃত্ব অলী আহমদ এর ছেলে জাহেদ হোসেন, চৌকিদার নজির আহমদের ছেলে বদি আলম, নজির আহমদের ছেলে সাদ্দাম, তারেক সহ অনেকে এ ঘটনার সাথে জড়িত।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর থানার মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
.coxsbazartimes.com
Leave a Reply