শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মেরিন ড্রাইভে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিদেশী নাগরিক নিহত (আপডেট) পুলিশের লুট হওয়া অস্ত্র-গোলা সহ মহেশখালীর বাহিনীর প্রধান জিয়া ও সহযোগী গ্রেপ্তার নাফনদী থেকে ট্রলার সহ ৬ মাঝি অপহরণ নিয়ে ধুম্রজাল ওপারে আবারও মুহুর্মুহু বিস্ফোরণ; এবার আরাকান আর্মির বিপক্ষে স্বশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠি বিদেশ যেতে ভাইঝিকে অপহরণ, চাচা সহ গ্রেপ্তার ২ রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ৩ এবার রড সিমেন্ট বোঝাই ২ ট্রলার সহ ৬ মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে আরকান আর্মি  টেকনাফে ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ আটক ১ রোহিঙ্গা ক্যাম্পে হ্যান্ডগ্রেনেড, দেশিয় বন্দুক ও গুলিসহ আরসা’র সন্ত্রাসী গ্রেপ্তার টেকনাফে আইস ও ইয়াবা সহ আটক ১

পুলিশের লুট হওয়া অস্ত্র-গোলা সহ মহেশখালীর বাহিনীর প্রধান জিয়া ও সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : মহেশখালী দ্বীপের মোস্ট ওয়ান্টেড খ্যাত ‘জিয়া বাহিনী’র প্রধান জিয়াকে সহযোগীসহ গ্রেপ্তার করেছে কোস্টগার্ড ও পুলিশ। এসময় বাংলাদেশ পুলিশের লুট হওয়া একটি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগজিন এবং ২২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়েছে। জিয়ার বিরুদ্ধে ৫টি হত্যাসহ অপহরণ, অস্ত্র এবং নানা অভিযোগে ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার জিয়াউর রহমান জিয়া (৪৪) মহেশখালীর কালারমারছরা মোহাম্মদ শাহ ঘোনা এলাকার নুরুল আমিন লেদুর ছেলে। তার সঙ্গী মো. মহিউদ্দিন (৩৮)’র বিস্তরিত পরিচয় জানাতে পারেনি অভিযানকারিরা। এলাকায় মহিউদ্দিন ভাড়াতে সন্ত্রাসী হিসেবে আর জিয়া কুখ্যাত ডাকাত জিয়া বাহিনীর প্রধান হিসেবে পরিচিত।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তকি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহেশখালীর কালারমারছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় এক টিনের ঘরে কয়েকজন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে এমন খবর আসে। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ওই এলাকায় যৌথ অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন অস্ত্রধারীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে অভিযানকারিরা ধাওয়া করে জিয়া বাহিনীর প্রধান জিয়াউর রহমান ও তার সহযোগী মহিউদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হন। এসময় বাংলাদেশ পুলিশের লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় পিস্তল, দুটি ম্যাগজিন, ২২ রাউন্ড গোলা, একটি দেশীয় দা জব্দ করা হয়েছে। অস্ত্র ও গোলাসহ তাদের মহেশখালী থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করেন তিনি।

উদ্ধার পুলিশের লুট হওয়া অস্ত্র বিষয়ে জানতে চাইলে, মহেশখালী থানার ওসি কায়সার হামিদ বলেন, যৌথ অভিযানে জিয়া সহযোগীসহ গ্রেফতার হবার পর সবিশেষ জানতে তাদের নিয়ে কোস্টগার্ড চট্টগ্রাম কার্যালয়ে গেছেন। মামলার এজাহারসহ থানায় জমা দিলে তখন বলা যাবে উদ্ধার পুলিশের অস্ত্রটি কখনকার লুট হওয়া। জিয়া বাহিনীর জিয়ার বিরুদ্ধে ৫টি হত্যাসহ অপহরণ, অস্ত্র এবং নানা অভিযোগে ১৪টি মামলা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888