বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৫:৩১ অপরাহ্ন

টেকনাফে আইস ও ইয়াবা সহ আটক ১

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পৃথক অভিযানে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টল মেথ আইস ও ৪৭৪০ টি ইয়াবা সহ এক নারীকে আটক করেছে বিজিবি।

সোমবার বিজিবি সদস্য পৃথক এই অভিযান চালিয়েছে বলে নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটক রায়লা বেগম (৫৫) টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের মৃত তৈয়ব গোলালের মেয়ে।

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, সোমবার সকালে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্টে টেকনাফ থেকে কক্সবাজারগামী যাত্রীবাহি একটি বাস তল্লাশীর জন্য থামানো হয়। এসময় বাসটি তল্লাশীকালীন একজন নারী যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় চেকপোস্টে কর্তব্যরত মহিলা সৈনিক দ্বারা তাকে পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তিতে হাতে থাকা নাস্তার ব্যাগের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ৪৭৪০ টিইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে একইদিন ভোরে হ্নীলা চৌধুরীপাড়া স্লুইচ গেইট নামক এলাকায় অভিযান চালায়। এসময় একটি ব্যাগ ফেলে দিয়ে অন্ধকারের সুযোগে নাফনদীতে ঝাপ দিয়ে সাঁতরিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহলদল চোরাকারবারীর ফেলে যাওয়া ব্যাগের ভিতর হতে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করতে সক্ষম হয়।ওই সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি জানান, উদ্ধার ইয়াবাসহ আটক নারীর বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ থানায় হস্থান্তরের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888