বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ ও শিশুদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষুধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড।
শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সেন্টমার্টিন উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এ চিকিৎসা সেবা কার্যক্রম চালানো হয় বলে জানান, কোস্টগার্ড পূর্ব জোনের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি।
কোস্টগার্ডের জাহাজ মনসুর আলী’র চিকিৎসক ও স্বাস্থ্য সহকারিরা এই সেবা কার্যক্রম চালিয়ে বলে জানান তিনি।
মুনিফ তকি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্টগার্ড উপকূল, দ্বীপ ও চরাঞ্চলের সুবিধাবঞ্চিত ও নিম্ন-আয়ের মানুষের জন্য চিকিৎসা সেবাসহ নানা সেবামূলক কার্যক্রম চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার সেন্টমার্টিন দ্বীপে কোস্টগার্ড দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষুধ সামগ্রী বিতরণ করেছে।
এতে দ্বীপটির দুই শতাধিক সুবিধাবঞ্চিত ও নিম্ন-আয়ের মানুষের মাঝে এই চিকিৎসা সেবা প্রদান করেছে বলে জানান, কোস্টগার্ডের এ গণমাধ্যম কর্মকর্তা।
.coxsbazartimes.com
Leave a Reply