বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

টেকনাফে আইস ও ইয়াবা সহ আটক ২

টেকনাফ প্রতিবেদক : টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২৭০০ ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এসময় দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের বড়ইতলী এলাকার মৃত ফেরদৌসের ছেলে মোঃ আব্দুর রহমান (৪৫) ও সাবরাং ইউপি আলীর ডেইল এলাকার উমর মিয়ার ছেলে সৈয়দ আমিন (৩৬)।

এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম-৮হতে আনুমানিক দেড় কিঃমিঃদক্ষিণ-পূর্ব দিকে বড়ইতলী নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার হতে বাংলাদেশে আসতে পারে।এমন তথ্যে দমদমিয়া বিওপি’র দুইটি চোরাচালান প্রতিরোধ টহলদল ঐ এলাকায় অভিযান চালায়।এসময় একটি পোটলাসহ এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।পরে তার হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগের ভিতর হতে১কেজি৬০গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।

এছাড়া অপরদিকে একইদিন রাতে শীলখালী অস্থায়ী চেকপোস্টের টহলদল টেকনাফ হতে কক্সবাজারগামী একটি মোটর সাইকেলসহ চালককে আটক করতে সক্ষম হয়।

পরে ধৃতের স্বীকারোক্তিতে মোটর সাইকেলের চেইন কভারের পাশে সকজবারের ভিতরে অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২হাজার৭০০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়।

তিনি আরও জানান,উদ্ধারকৃত ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888