বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিবেদক : টেকনাফের শীর্ষ সন্ত্রাসী ও মানবপাচারকারী মো. রিদুয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে বাহারছড়া ইউনিয়নের কচ্চপিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রিদুয়ান ওই এলাকার মৃত গফুর মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি জানান, সম্প্রতি মিয়ানমার থেকে পলাতক আর্মিদের সমুদ্র পথে নিয়ে এসে তাদের অস্ত্র কেড়ে নিয়ে তা মানবপাচার কাজে বিশাল এক গ্যাং তৈরী করে এসব অস্ত্র ব্যবহার করে আসছে। ইতিমধ্যে ভাইরাল হওয়া প্রদর্শিত সেই অস্ত্র উদ্ধারের নিমিত্তে তাকে গ্রেফতারের জন্য বিভিন্ন সময়ে পুলিশ, র্যাব এবং বিজিবি বেশ কয়েকবার অভিযান চালালেও তার বিশাল বাহিনী দ্বারা পাহাড়াদার রাখার কারণে প্রায়শই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোরে একাধিক মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী ও মানবপাচারকারী রিদুয়ানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তার সন্ত্রাসীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply