বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে আসা এক রোহিঙ্গার কাছ থেকে ১ টি দেশীয় তৈরি এলজি, ৫ রাউন্ড গুলি ও একটি খালি খোসা উদ্ধার করেছে বিজিবি।
সোমবার ভোরে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের নাফ নদীর জিম্বংখালী পয়েন্ট এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
আটক মো. আলম (১৯) উখিয়া উপজেলার বালুখালী ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি-৭ ব্লকের হাবিবুর রহমানের ছেলে।
লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ বলেন, ভোরে টেকনাফে নাফ নদীর জিম্বংখালী পয়েন্ট এলাকায় জলসীমার শূণ্যরেখা অতিক্রম করে হাতে ছোট একটি ব্যাগসহ এক ব্যক্তিকে কূলের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা। এতে বিজিবির সদস্যরা ওই ব্যক্তিকে থামার জন্য নির্দেশ দিলে দৌঁড়ে পালানোর চেষ্টা চালায়। এসময় ধাওয়া দিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
“ পরে আটক ব্যক্তির সাথে থাকা ব্যাগ তল্লাশী করে পাওয়া যায় দেশিয় তৈরী ১ টি বন্দুক, ৫ টি গুলি ও ১ টি গুলির খালি খোসা। “
বিজিবির এ কর্মকর্তা বলেন, “ আটক ব্যক্তি স্বীকারোক্তি দিয়েছে, রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সংঘবদ্ধ ডাকাতদলের সদস্য। সে ইতিপূর্বে টেকনাফের বিভিন্ন মার্কেট, দোকান ও বাড়ী-ঘরে সংঘটিত ডাকাতির ঘটনায় জড়িত ছিল। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান, লে. কর্নেল মহিউদ্দীন আহমেদ।
.coxsbazartimes.com
Leave a Reply