বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়া-টেকনাফোর বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আরও ৫ শতাধিক রোহিঙ্গা স্বেচ্ছায় নোয়াখালীর ভাসানচরে যাচ্ছে।
সোমবার রাতের এসব রোহিঙ্গারা বাস যোগে উখিয়া থেকে রওয়ানা হয়েছেন বলে জানিয়েছেন অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (এআরআরআরসি) মোহাম্মদ সামছু-দ্দৌজা।
তিনি জানান, উখিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গনে স্বেচ্ছায় ভাসানচরে যেতে আগ্রহি রোহিঙ্গা জড়ো হয়েছিল। এদের সংখ্যা ৫ থেকে ৬ শত হতে পারে। রাতেই উখিয়া থেকে চট্টগ্রামের পতেঙ্গা গেছেন এসব রোহিঙ্গা। ওখান থেকে যাবেন ভাসানচরে।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের তথ্য মতে, এটা ২৪ তম ভাসানচরে রোহিঙ্গাদের যাত্রা। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি ২৩ তম ১ হাজার ৫২৭ রোহিঙ্গা ভাসানচরে গেছেন। এর আগে ২২ দফায় গেছেন ৩২ হাজার রোহিঙ্গা। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গারা ভাসানচরে যেতে শুরু করেন।
.coxsbazartimes.com
Leave a Reply