মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

প্রেমের ফাঁদে অপহৃত রামুর কিশোরী উদ্ধার : রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রামু উপজেলার ১৩ বছর বয়সী এক কিশোরীকে প্রেমের ফাঁদে অপহরণ করে ছিল রোহিঙ্গা যুবক। এ ঘটনায় মামলার দায়েরের ২৪ ঘন্টার মধ্যে অপহৃত কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব ১৫। এ সময় অপহরণকারি রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে কক্সবাজার শহেরের বাজারঘাটা এলাকা থেকে অপহৃতদের উদ্ধারের পর অপহরণকারিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র‌্যাব ১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান।

গ্রেপ্তার মোহাম্মদ শাহ (২৪) উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের জুবায়ের আহমদের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানিয়েছেন, শুক্রবার সকালে রামু থানায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির সূত্র ধরে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে নিশ্চিত হয়ে রাতে কক্সবাজার শহরের বাজার ঘাটা এলাকা থেকে অপহৃতকে উদ্ধার করে রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ শাহ স্বীকার করেছে প্রথমে প্রেমের ফাঁদে এবং পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে ছিল। উদ্ধার কিশোরী এবং গ্রেপ্তার যুবককে রামু থানায় সোপর্দ করা হয়েছে।

রামু থানার ওসি ইমন কান্তি চৌধুরী জানান, হাসপাতালের উভয়ের পিতা চিকিৎসার জন্য ভর্তি হওয়ার সূত্র ধরে দুই জনের পরিচয় এবং বিয়ের প্রলোভনে গত ১৭ অক্টোবর এই অপহরণের ঘটনাটি ঘটে। রোহিঙ্গা যুবককে সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888