বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রামুতে যাত্রীবাহী বাস তল্লাশী চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
সোমবার সকাল ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার চাকমারকূল ইউনিয়নের তেচ্ছিপুল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান, র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের জ্যেষ্ঠ সহকারি পরিচালক ( আইন ও গণমাধ্যম ) ও অতিরিক্ত পুলিশ মো. কামরুজ্জামান।
আটক নজরুল ইসলাম ওরফে আজিজ (৫৫) মৌলভীবাজার জেলার সদর উপজেলার বুদ্ধিমন্তপূর এলাকার মৃত মো. আতিকুল্লাহ এর ছেলে।
কামরুজ্জামান বলেন, সকালে চট্টগ্রাম দিক থেকে যানবাহন যোগে মাদকের বড় একটি আসার খবরে র্যাবের একটি দল রামু উপজেলার তেচ্ছিপুল এলাকায় অস্থায়ী তল্লাশী চৌকি স্থাপন করে। এক পর্যায়ে চট্টগ্রাম দিক থেকে আসা লন্ডন এক্সপ্রেস সার্ভিসের সন্দেহজনক একটি বাস সেখানে পৌঁছালে র্যাব সদস্যরা নির্দেশ দেয়। পরে গাড়ীর একটি আসনে বসা এক ব্যক্তির আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
“ ওই ব্যক্তির হেফাজতে থাকা বাসের বক্সের ভিতর থেকে একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে পাওয়া যায় ১০ কেজি গাঁজা। “
আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।
.coxsbazartimes.com
Leave a Reply