বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সাগরে জেটস্কি থেকে পানিতে পড়ে গিয়ে আসা এক পর্যটকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে সৈকতের লাবণী পয়েন্টের সাগরে এমন ঘটনা ঘটে বলে জানিয়েছেন সৈকতে নিয়োজিত সী সেইভ লাইফ গার্ডের কর্মী সাইফুল্লাহ সিফাত।
নিহত পর্যটকের নাম পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি।
সাইফুল্লাহ সিফাত জানান, ভ্রমনে আসা এই পর্যটক সাগরে জেটস্কি যোগে ঘুরতে নামে। এক পর্যায়ে জেডস্কি থেকে পানি পড়ে যায়। এসময় জেটস্কির চালক নানাভাবে পর্যটককে উদ্ধারের চেষ্টা করলে ঢেউর কারণে ব্যর্থ হয়। পরে বিষয়টি লাইফ গার্ড কর্মীরা দেখলে দ্রুত উদ্ধার করে অ্যাম্বুলেন্স যোগে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। ওখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার ম্যাজিষ্ট্রেট মো. তানভির হোসেন জানিয়েছেন, জেটস্কি থেকে পড়ে পর্যটকের মৃত্যু হয়েছে। নাম পরিচয় জানা যায়নি। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে রয়েছে। ঘটনার পর থেকে জিটস্কি চালক পালাতক রয়েছে। এব্যাপারে খোঁজ খবর নেয়া হচ্ছে।
.coxsbazartimes.com
Leave a Reply