মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে একই পরিবারে পিতা, পুত্র ও মেয়ের মৃত্যু হয়েছে।
সোমবার ভোর ৫ টার দিকে উখিয়ার লাল পাহাড় সংলগ্ন ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের একটি বসত বাড়িতে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছেন ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত ১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
নিহতরা হলেন, ১৭ নম্বর ক্যাম্পের বাসিন্দা আহমেদ হোসেন (৬০), তার ছেলে সৈয়দুল আমিন (২৮) ও মেয়ে আসমা বেগম (১৩)।
১৪ এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানিয়েছেন, ভোরে অজ্ঞাত ১৫-২০ জন সন্ত্রাসী আহমেদ হোসেনের বাড়িতে প্রবেশ করে গুলি করে। এতে ঘটনাস্থলে আহমেদ হোসেন ও সৈয়দুল আমিন মারা যান। আহত আসমাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে ওখানে তার মৃত্যু হয়।
তিনি জানান, প্রাথমিকভাবে জানা গেছে সৈয়দুল আমিন আরসার সন্ত্রাসী কার্যক্রমের সাথে দীর্ঘদিন যাবৎ সম্পৃক্ত থাকার কারণে অজ্ঞাত সন্ত্রাসীরা এই হত্যাকান্ড চালায়। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply