বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ স্থলবন্দরে মিয়ানমার থেকে একটি ট্রলারে করে ৩৭৭ মেট্রিকটন পেঁয়াজ এসেছে। পেঁয়াজ গুলো ট্রলার থেকে খালাস করা হচ্ছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পেয়াজ ভর্তি ট্রলারটি টেকনাফ স্থল বন্দরে এসে নোঙ্গর করে বলে জানিয়েছেন ইউনাইটেড ল্যান্ড পোট টেকনাফে লিমিটেডেন মহাব্যবস্থাপক মো জসিম উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, স্থানীয় ব্যবসায়ী মেসার্স ফারুক এন্টারপ্রাইজ এ পেয়াজগুলো আমদানি করেছেন। টেকনাফে পৌঁছানোর পর থেকে পেযাজ গুলো ট্রলার থেকে খালাস করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ব্যবস্থা করা হচ্ছে।
স্থলবন্দরের কাস্টমস সূত্র জানায়, ২০২৩ সালের নভেম্বর মাসের পর থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। মেসাস ফারুক ট্রেডার্সের মাধ্যমে ৩৭৭ মেট্রিকটন পেঁয়াজ এসেছে।
টেকনাফ স্থলবন্দরের কাস্টমস সুপার বিএম আব্দুল্লাহ আল মাসুম বলেন, পেঁয়াজগুলো খালাস করার পর ট্রাকে ভর্তি করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করার প্রক্রিয়া চলছে।
.coxsbazartimes.com
Leave a Reply