শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৫:২৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের বাহারছড়া থেকে অপহৃত বেলাল উদ্দিন (৩২) কে দুইদিনে উদ্ধার করা সম্ভব হয়নি। অপহৃতের স্বজনরা জানিয়েছেন, সন্ত্রাসী এখনও ৪০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে যাচ্ছে। এত টাকা দেয়া সম্ভবও হচ্ছে না। পুলিশ জানিয়েছে, এ ঘটনার পর থেকে অপহৃতকে উদ্ধারে পাহাড়ি এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
অপহৃত বেলাল উদ্দিন (৩২) বাহারছড়া ইউনিয়নের শিলখালি এলাকার আলী আহমদের ছেল
বেলালের চাচাত ভাই করিম উল্লাহ মঙ্গলবার বিকালে জানান, বেলালের এখনও কোন খোঁজ মিলেনি। সন্ত্রাসীরা আগে ৫০ লাখ টাকা দাবি করলেও এখন ৪০ লাখ টাকা দাবি করছে। অন্যতায় হত্যার হুমকি দেয়া হচ্ছে।
বেলালের অপর চাচাত ভাই এডভোকেট ফরিদ হোসেন জানিয়েছেন, বেলাল কক্সবাজার শহরের আদালত প্রাঙ্গনে ফটোকপির দোকান করে সংসার চালিয়ে আসছিল। প্রতি সপ্তাহে ছুটির দিনে নিজ গ্রামে বাড়িতে জমি জামা দেখতে গিয়েছিল। শনিবার দিবাগত রাত তিনটার দিকে পাহাড়ি সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে তাকে পাহাড়ের দিকে নিয়ে যায়। রবিবার বিকেলের দিকে পরিবারের কাছে ফোন করে প্রথমে ৭০ লাখ টাকা পরে ৫০ লাখ টাকার মুক্তিপণ দাবি করেন। এখন ৪০ লাখ টাকা চাওয়া হচ্ছে।
তিনি বলেন, ফটোকপির দোকান করে সংসার চালানো বেলালের পরিবারের পক্ষে এতো টাকার মুক্তিপণ দেওয়া সম্ভব নয়।
এব্যাপারে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, ঘটনার পর থেকে পুলিশ অপহৃতকে উদ্ধারে অভিযান শুরু করেছে। পাহাড়ের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াও চলছে।
কক্সবাজার জেলা পুলিশ ও ভোক্তভোগীদের তথ্য বলছে, গত একবছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ১৩২ জনের অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ৭৭জন স্থানীয় বাসিন্দা, ৫৪জন রোহিঙ্গা নাগরিক। অপহরণের শিকার ব্যক্তিদের মধ্যে অন্তত ৬৭ জন মুক্তিপণ আদায় করে ছাড়া পেয়েছেন বলে ভুক্তভোগীদের পরিবার সূত্রে জানা গেছে।
.coxsbazartimes.com
Leave a Reply