শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
নাফনদী খুলে দিয়ে জেলেদের মাছ ধরার ব্যবস্থা করা দাবি জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। একই সঙ্গে তিনি টাকার বিনিময়ে রোহিঙ্গা আনা দালাল সহ প্রশাসনের জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
শুনবার দুপুরে রঙ্গিখালী ঈদগাহ ময়দানে হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির ৩,৪ ও ৫ নং ওয়ার্ড শাখার বিশাল কর্মীসভার প্রধান অতিথির বক্তব্যে এই দাবি জানান।
হ্নীলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবছার কামাল ছিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, দশ বছর যাবত টেকনাফের নাফ নদীতে জেলেদের মাছ ধরা বন্ধ করে দিয়েছে। অথচ বার্মার জেলেরা মাছ শিকার করছে প্রতিনিয়ত। ইয়াবার অজুহাতে মাছ ধরা বন্ধ করলে ও ইয়াবা বন্ধ হয়নি। অবিলম্বে নাফ নদী খুলে দিন। সীমান্তে রোহিঙ্গাদের টাটকার বিনিময়ে দালাল ও প্রশাসনের কিছু লোক জড়িত। তাদের শাস্তির আওতায় আনতে হবে। এখনো প্রতিনিয়ক অপহরণ হচ্ছে এদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। ডঃ ইউনুছ সাহেবের সরকারকে ব্যর্থ করার জন্য পতিত স্বৈরচারের দুসররা এই অপকর্ম করে যাচ্ছে। বিগত আওয়ামীলীগ সরকার রঙ্গীখালীকে অনিরাপদ জনপদে পরিণত করেছে। একটি শিক্ষাবান্ধব এলাকাকে সন্ত্রাসীদের অবয়রন্যে পরিণত করেছে। আমাদের দলের অনেক নেতাকর্মীর রক্ত ঝরিয়েছে। মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়ে জেলে নিক্ষেপ করেছে। বিএনপি সরকার গঠন করলে এই এলাকাকে শান্তির জনপদে পরিণত করব।
কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড হাসান সিদ্দিকী, সিঃ সহ-সভাপতি মোঃ হাসেম সিআইপি, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক এড সলিমুল মোস্তফা, হ্নীলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দীন চৌধুরী, টেকনাফ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম মাহমুদ, টেকনাফ উপজেলা বিএনপির সিঃযুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আলী মেম্বার, টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম, টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচ এম ওসমান গণী, সহ সভাপতি নুরুল আলম, মৌঃ আব্দুল গফুর, সহসাধারণ সম্পাদক জামাল সাদেক, বিএনপি নেতা বদিআলম, দক্ষিণ শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক জহুর আলম, সিঃ সহ-সভাপতি হেলাল, টেকনাফ উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোকতার হোসেন বাপ্পি, নুরুলহুদা, দক্ষিণ শাখা যুবদলের সেলিম সর্দার, সেলিম, আলম, শাহ আলম, ছাত্রদলের শামীম, মিজান সহ নেতৃবৃন্দ।
.coxsbazartimes.com
Leave a Reply