বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নতুন আসা রোহিঙ্গাদের কারণে সংকটের চাপ আরও বাড়ছে : ত্রাণ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : নতুন আসা রোহিঙ্গাদের কারণে সংকটের চাপ আরও বাড়ছে মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীর প্রতীক বলেছেন, “ আমরা চাই রোহিঙ্গারা সম্মানের সাথে কালকেই নিজ দেশ মিয়ানমারে চলে যাক। “

মঙ্গলবার সন্ধ্যায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কক্সবাজারে বিভিন্ন এনজিও সংস্থা, সরকারি কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তা সাথে সমন্বয় সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বিষয়ে ফারুক-ই আজম বলেন, “ আমরা তো কাউকে অনুপ্রবেশ করাচ্ছি না, তারা কোনো না কোনো ভাবে আসছেন। বিষয়টি আসলে মানবিক। এখনো রেজিষ্ট্রেশন হয়নি তাই নতুন কতোজন প্রবেশ করেছে তার সংখ্যাটি বলা যাচ্ছেনা। “

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার বিষয়ে বলেন, সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। যাতে রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা কোনভাবেই বিঘ্ন না ঘটে।

এর আগে সকালে ফারুক-ই আজম কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার উর্ধতন কর্মকর্তা ছাড়াও রোহিঙ্গাদের সাথেও কথা বলেন।

বিকাল ৩ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবসন কমিশনার কার্যালয়ে কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কামরুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিষয়ক সেলের প্রধান হাসান সরওয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন সহ সরকারি বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও দেশি-বিদেশি এনজিও কর্মকর্তাগণ।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ত্রাণ উপদেষ্টা

এর আগে উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের  উপদেষ্টা ফারুক-ই-আজম, বীর প্রতীক। শরনার্থী ক্যাম্প পরিদর্শনকালে জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের উর্ধতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের মানবিক সহায়তা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।

মঙ্গলবার দুপুরে উপদেষ্টা উখিয়া রোহিঙ্গা শরনার্থী ক্যাম্পে আসেন।  

উপদেষ্টা ফারুক ই আজম ক্যাম্পে পৌঁছে হোপ ফাউন্ডেশন ফর উইমেন এন্ড চিলড্রেন অব বাংলাদেশ কর্তৃক পরিচালিত হোপ ফিল্ড হসপিটাল পরিদর্শন করেন। এসময় উক্ত হাসপাতালে কর্মরত চিকিৎসক এবং কর্মকর্তাদের সাথে রোহিঙ্গা শরনার্থীদের চিকিৎসা সেবা নিয়ে মতবিনিময় করেন এবং হাসপাতালের সুযোগ সুবিধা দেখেন। উপদেষ্টা  রোহিঙ্গা শরনার্থীদের স্বাস্থ্য সেবা ও মানবিক সহায়তার উপর গুরুত্বারোপ করেন।

পরে তিনি শরনার্থী ক্যাম্পে জাতিসংঘের বিভিন্ন সংস্থা পরিচালিত মানবিক সহায়তা কর্যক্রম বিশ্ব খাদ্য কর্মসূচি ই ভাউচার সেন্টার এবং শরনার্থীদের লার্নিং সেন্টার পরিদর্শন করেন।

পরিদর্শনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ কামরুল হাসান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবর্তন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কে এম জাহিদুজ্জামান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888