বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের তিন শতাধিক বছরের পুরোনো ঐতিহ্যবাহী বড় ক্যাং (বৌদ্ধ বিহার) এর জমি দখল উচ্ছেদের দাবিতে কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিহার রক্ষা কমিটির উদ্যোগে এই স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপি বলা হয়েছে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ঐতিহ্যবাহি বৌদ্ধ বিহারটি গত ১৪ বছরে দখলদারদের থাবায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এক সময় বিহারটিতে ১৯ টি বুদ্ধ মূর্তি থাকলেও এখন একটি ছোট্ট টিন ঘরে ২ টি বুদ্ধ মূর্তির অংশ বিশেষ রয়েছে। বিহারের ১৩ একর জায়গার মধ্যে কোন মতে বিহারটির ২ টি মূর্তি ঘিরে ২ একর পাহাড়ী জায়গা অবশিষ্ট রয়েছে। বেদখল হওয়া অপর ১১ একর জায়গায় দখলদাররা ঘর, ভাড়া বাসা ও খামারসহ অন্যান্য কিছু করে দখল করে নিয়েছে। বিহারের কাজে এক সময় ব্যবহৃত পুকুরটিও এখন অন্যের দখলে। এব্যাপারে উচ্ছেদ মামলা এবং ৩১ দখলদারদের উচ্ছেদের আদেশ রয়েছে। ওই মামলা মতে দ্রুত সময়ের মধ্যে উচ্ছেদের দাবি জানানো হয়।
বৌদ্ধ বিহার রক্ষা কমিটির আহবায়ক সিং মং চৌধুরী, সদস্য সচিব ক্য জ অং, সিনিয়ন আইনজীবী অরূপ বড়ুয়া তপু সহ অন্যান্যরা স্বারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন।
সংগঠণটির সদস্য সচিব ক্য জ অং জানান, জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎপূর্বক স্বারকলিপি প্রদান করেন জানানো হয়েছে প্রভাবশালী ব্যক্তির ছত্রছায়ায় বিহারটি অবৈধ দখলে আছ। উচ্ছেদ মামলার রায় থাকলেও রাজনৈতিক প্রভাব পরিচয়ে তা উদ্ধার করা যায়নি। বর্তমান প্রেক্ষিতে উচ্ছেদের কার্যক্রম তরান্বিত করে দ্রুত উচ্ছেদের দাবি জানানো হয়। জেলা প্রশাসক আইন মতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
প্রসঙ্গত এব্যাপারে গত ২২ সেপ্টেম্বর কক্সবাজার টাইমসডটকম এ সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply