শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ চট্টগ্রাম কলেজের সামাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও চট্টগ্রাম কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহবায়ক ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
শুক্রবার সকাল এগারোটায় পেকুয়া উপজেলা পেকুয়া সদর ইউনিয়নে ৯ নং ওয়ার্ড মেহেরনামা বাজার পাড়া গ্রামে ওয়াসিম আকরামের বাড়িতে যান ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ নেতৃবৃন্দ।
কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে কুশলাদি বিনিময়ের পর কেন্দ্রীয় ছাত্রদল সভাপিত রাকিবুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও ছাত্রদল এই আন্দোলনের শহীদ আবু সাঈদ, মুগ্ধ, ওয়াসিমসহ সব শহীদের পরিবারের পাশে রয়েছে।’
এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানিয়ে তিনি বলেন, ‘বর্তমানে এবং আগামীতেও বিএনপি ও ছাত্রদল প্রতিটি শহীদের পাশে থাকবে।’
ছাত্রদল সভাপতি বলেন, ‘প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতেই হবে। জুলাই-আগস্টের আন্দোলনে যারা শহীদ হয়েছেন সব শহীদের পাশে থাকবে ছাত্রদল। যে স্বপ্ন নিয়ে ছাত্ররা রাজপথে ছিলো এবং শহীদ হয়েছে তাদের সেই স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার নিয়েই ছাত্রদল রাজপথে থাকবে।’
সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, ‘খুনি হাসিনা সরকারের পেটোয়া বাহিনীর দ্বারা হত্যাকান্ডের শিকার হয়েছেন ওয়াসিম আকরাম । একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য ওয়াসিম আকরাম আত্মত্যাগ করেছেন। ওয়াসিম আকরাম এই আত্মত্যাগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনে রাখবে।’
তিনি বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যে আত্মত্যাগের মাধ্যমে নতুন বংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে সেই বাংলাদেশের চেতনা গভীরভাবে স্মরণ রাখবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।’
শহীদ ওয়াসিম আকরামসহ প্রতিটি হত্যাকান্ডের আলাদা আলাদা তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানিয়ে তিনি বলেন, ‘খুনি হাসিনা এবং তার দোসরদের দৃষ্টান্তমূলক বিচার করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এদেশের মানুষের পক্ষে এদেশের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকবে।’
এ সময় কক্সবাজার জেলা ছাত্রদলের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
.coxsbazartimes.com
Leave a Reply