মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
নিজন্ব প্রতিবেদক : কক্সবাজারের দুইটি উপজেলায় ৫ হাজার ৩১০ জনকে নিরাপদ উৎপাদন ও ফসল সংগ্রত্তোর ক্ষয়ক্ষতি ব্যবস্থাপনা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে গত আগস্ট মাস থেকে এই প্রশিক্ষণ শুরু হয়ে চলেছে সেপ্টেম্বরের শুরু পর্যন্ত।
এই প্রশিক্ষণ নিরাপদ শাকসবজি উৎপাদনের স্থানীয় চাহিদা পূরণের পর রপ্তানিতে অবদান রাখবে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কক্সবাজারের উপ পরিচালক ড. বিমল কুমার প্রামানিক।
তিনি জানান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার উদ্যোগে কুবদিয়া ও উখিয়া উপজেলায় ৪ ধাপে এই প্রশিক্ষণ শেষ হয়েছে। এ প্রশিক্ষণ গ্রহণকারি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও কৃষকরা বসতবাড়িতে শাকসবজি উৎপাদন এবং নিরাপদ উৎপাদনে গুরুত্বপূর্ণূ ভূমিকা রাখতে পারবেন।
জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রোগ্রাম কো অর্র্ডিনেটর মো. মিজানুর রহমান জানান, কর্মসূচির অধিনে উখিয়া উপজেলা ৪৭ জন, কুতুবদিয়া উপজেলার ৩৩ জন শিক্ষক উন্নত পদ্ধতিতে শাকসবজি উৎপাদনের প্রশিক্ষণ নিয়েছেন। উখিয়ার ৩৪ টি কৃষক গ্রুপের ১৩৫০ জন, কুতুবদিয়ার ২৭ টি গ্রুপের ১০৮০ জন কৃষক পেয়েছেন নিরাপদ উৎপাদন ও ফসল সংগ্রত্তোর ক্ষয়ক্ষতি ব্যবস্থাপনা প্রশিক্ষণ। উখিয়ার নির্বাচিত ৪৭ টি প্রাথমিক বিদ্যালয়ের ৭০৫ জন এবং কুতুবদিয়ার ৩৩ টি প্রাথমিক বিদ্যালয়ের ৪৯৫ জন শিক্ষার্থী পেয়েছেন উন্নত শাকসবজী উৎপাদন প্রশিক্ষণ। এছাড়া উখিয়ার ৯২০ জন, কুতুবদিয়ার ৬৮০ জন কৃষককে নিরাপদ উৎপাদন ও ফসল সংগ্রত্তোর ক্ষয়ক্ষতি ব্যবস্থাপনা প্রশিক্ষণ পদান করা হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply