শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১২:২৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধের চেতনায় আগামি প্রজন্ম তৈরি করতে সাংবাদিকদের স্ব-স্ব অবস্থানে দাঁড়িয়ে ভূমিকা রাখতে হবে। একটি জ্ঞান সম্পন্ন প্রজন্মের হাত ধরেই এই বাংলাদেশকে এগিয়ে নিতে হলে তার কোন বিকল্প নেই।
সোমবার (২৫ মার্চ) কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাব আয়োজিত ২৫ মার্চ কালোরাত্রি এবং মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।
বিকাল ৩ টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন ও কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর বিশেষ প্রতিবেদক অনুপ কুমার খাস্তগীর।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠণিক সম্পাদক ও প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফরহাদ ইকবালের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য মো. নজিবুল ইসলাম, চ্যানেল আই ও দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার সরওয়ার আজম মানিক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মোহাম্মদ জুনাইদ, প্রচার ও দপ্তর সম্পাদক নুপা আলম, কক্সবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান সুমন, মাছরাঙা টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি সুনীল বড়–য়া, সময় টিভির কক্সবাজার ব্যুারো প্রধান সুজাউদ্দিন রুবেল ও দৈনিক রূপসীগ্রামের জ্যেষ্ঠ প্রতিবেদক শাহ নিয়াজ প্রমুখ।
সভায় বক্তারা ২৫ মার্চ সংঘটিত ভয়াবহ গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবি জানিয়ে বলেন, একটি নিরাপদ, ঘুমন্ত এবং নিরাস্ত্র মানুষের উপর এটি ছিল শাসন গোষ্ঠির হত্যা যজ্ঞ।
.coxsbazartimes.com
Leave a Reply