মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৭ অপরাহ্ন

পাহাড়ে গাছ টানার কাজে ব্যবহারিত হাতি বঙ্গবন্ধু সাফারি পার্কে

নিজস্ব প্রতিবেদক : চকরিয়ার ডুলহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে একটি পালিত হাতির আশ্রয় হয়েছে।

এ হাতি বান্দরবান জেলার লামা উপজেলার পাহাড়ি এলাকায় অবৈধভাবে গাছ টেনে পাচার কাজে সহযোগিতা করতেন।

এ ঘটনায় হাতির সঙ্গে জড়িত অভিযোগে সিলেটের মোসাদ্দেক মিয়ার ছেলে শিপার মিয়া (৩১) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত লামা উপজেলার সরই ইউনিয়নের লেমূঝিরি এলাকা থেকে পালিত হাতিসহ এক ব্যক্তিকে গ্ৰেপ্তার করেছে উপজেলা প্রশাসন ও বনবিভাগের কর্মীরা।

বান্দরবনের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন চৌধুরী এ তথ্যটি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উদ্ধার করা হাতি চকরিয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে। গ্ৰেপ্তার ব্যক্তিকে বিরুদ্ধে মামলা করে থানা পুলিশের সোপর্দ করা হয়েছে।

লামা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বান্দরবান পার্বত্য জেলার নির্দেশে লামা উপজেলা প্রশাসন এবং বনবিভাগের যৌথ অভিযান পরিচালনা করে সরই ইউনিয়নের লেমুপালং মৌজার লেমুঝিরি হতে অবৈধভাবে গাছ পরিবহনে কাজে ব্যবহারিত একটি পালক হাতিসহ এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বনবিভাগ কতৃক নিয়মিত মামলা রুজু করে হাতিটি ডুলহাজারা সাফারি পার্কের জিন্মায় পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888