শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০২:৪৯ পূর্বাহ্ন
রামু প্রতিবেদক : সম্প্রীতি ও উন্নয়নে নাইক্ষ্যংছড়ি বিজিবির জোন কর্মসূচি গ্রহণ করেছেন ১১ বিজিবি। তারই অংশ হিসেবে বুধবার সকালে বিজিবি ব্যাটালিযন সদরে আয়োজন করা হয় অস্বচ্ছলদের সহায়তা দান, ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ। এছাড়া চলমান রয়েছে সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার রোধ ও অভ্যন্তরীণ সন্ত্রাস দমনসহন অপরাপর কর্মসূচিও।
অস্বচ্ছলদের সহায়তা দানসহ কর্মসূচি পালন উপলক্ষ্যে বেলা ১০ টায় বিজিবি ব্যাটালিয়ন চত্বরে এক অনুষ্টানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ১১ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল সাহল আহমেদ নোবেল।
ককসবাজারের বিজিবি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোরশেদ আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সব বিতরণ করেন। এর মধ্যে রয়েছে সনদপত্র বিতরণ, শিক্ষা উপবৃত্তি প্রদান, স্কুল ব্যাগ হস্তান্তর এবং আর্থিক অনুদান প্রদান।
প্রধান অতিথি ও সভাপতি আর্থিকভাবে অসচ্ছল ও কর্মহীন ১০ জন শিক্ষার্থীর ৩ মাস ব্যাপী সমাপ্তকৃত কম্পিউটার প্রশিক্ষণ সনদ বিতরণ করেন। এছাড়াও নতুন করে অংশ নেয়া ১০ জন শিক্ষার্থীর সমন্বয়ে কম্পিউটার প্রশিক্ষণ এর উদ্বোধন করেন। বিভিন্ন স্কুলের ৪৫ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেন তারা। এছাড়া এলাকায় বসবাসরত ২৬ জন আর্থিকভাবে অসচ্ছল ও দুস্থ পাহাড়ি-বাঙ্গালির মাঝে নগদ আর্থিক অনুদানও প্রদান করেন।
এ সময় অতিথিরা বলেন, সীমান্ত অঞ্চলের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার নিমিত্তে নাইক্ষ্যংছড়ি জোন কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচী অব্যাহত রাখবে।
.coxsbazartimes.com
Leave a Reply