রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জীবন সংগ্রামি লাইলার কম মূল্যের সবজির দোকান শিক্ষা কর্মকর্তার ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার

নুপা আলমের চতুর্থ গ্রন্থ ‘ইচ্ছে রঙের তুলি’ বইমেলায়

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের কৃতি সন্তান কবি ও সাংবাদিক নুপা আলমের চতুর্থ গ্রন্থ ‘ইচ্ছে রঙের তুলি’ একুশে বইমেলা পাওয়া যাচ্ছে। তৃতীয় চোখ প্রকাশিত থেকে প্রকাশিত এই গ্রন্থটি শিশুতোষ ছড়ার।

বইমেলার শেষ পর্যায়ে সোমবার ২৬ ফেব্রুয়ারি বইটি বাজারে পৌঁছাতে সক্ষম হয়েছেন প্রকাশক। যা চট্টগ্রাম বইমেলা স্টল— ৪৯, ৫০ এবং ঢাকা বইমেলা স্টল— ১৪৮( লিটল ম্যাগ চত্ত্বর) পাওয়া যাচ্ছে। এই গ্রন্থটিতে ৩২ টি ছড়া রয়েছে। যার প্রচ্ছদ ও অলংকরণ করেছেন শিল্পী মো. মজিবুর রহমান মাসুম।

২০২৪-এর অমর একুশে বইমেলায় প্রকাশিত নুপা আলমের প্রকাশিত হয়েছে ২ টি গ্রন্থ। এর আগে আরও ২ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে লেখকের।

এবার ২০২৪ বই মেলায় নুপা আলমের আরও একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। যার নাম ‘কথন স্রোত’। এটি একটি কবিতা গ্রন্থ। যা প্রকাশ করেছে একই প্রকাশনী। এই পর্যন্ত নুপা আলমের ৪ টি গ্রন্থ প্রকাশিত হল। অপর ২টির নাম ‘ ইচ্ছে ঘুড়ির নাটাই (ছড়া)’ ও ‘উড়াল মেঘের দিঘী (গল্প)’।

প্রসঙ্গত নুপা আলম কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের গোদার বিল গ্রামে ১৯৮২ সালের ১১ আগস্ট জন্মগ্রহণ করেন। স্কুল জীবন থেকে ছড়া লেখার মাধ্যমে লেখালেখি শুরু করলেও গল্প, প্রবন্ধ, কবিতাসহ সাহিত্যের সকল শাখায় বর্তমানে অবাধ বিচরণ রয়েছে। প্রথম লেখা প্রকাশিত হয় ১৯৯৮ সালে স্থানীয় একটি দৈনিকে। এরপর জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় দৈনিক, লিটলম্যাগসহ বিভিন্ন মাধ্যমে লিখছেন। জড়িত রয়েছেন সাহিত্যের বিভিন্ন প্রকাশনার সাথেও। কক্সবাজার শহরে বসবাসকারি নুপা আলম দীর্ঘ ২৩ বছর ধরে গণমাধ্যমের সাথে কাজ করছেন। কক্সবাজারের স্থানীয় দৈনিক পত্রিকার বার্তা প্রধান থেকে শুরু করে নানা পদে দায়িত্ব পালনকারি নুপা আলম ঢাকার জাতীয় অনলাইন, পত্রিকা, টেলিভিশন চ্যালেনের প্রতিনিধি ছিলেন। বর্তমানে তিনি ঢাকার জাতীয় দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার, ইংরেজি দৈনিক দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড এর কক্সবাজার প্রতিনিধি ও অনলাইন মাধ্যম সকাল-সন্ধ্যার কক্সবাজার আঞ্চলিক প্রতিবেদক হিসেবে কর্মরত। এখনও কাজ করেন কক্সবাজারের অন্যতম পত্রিকা দৈনিক কক্সবাজার এর সাথে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888