রবিবার, ০৬ এপ্রিল ২০২৫, ০৯:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
লোকে-লোকারণ্য সমুদ্র সৈকত বাংলাদেশের রাষ্ট্রের যত বড় কর্তাই হউক তাদেরকে জনগনের কাছে জবাবদিহিতা করতেই হবে : সালাহউদ্দিন আহমেদ চকরিয়ায় হাতির আক্রমণে নারীর মৃত্যু টেকনাফে অপহৃত উদ্ধার : অস্ত্র সহ চক্রের ৩ সদস্য আটক প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা টেকনাফের ‘ডাকাত খায়ের’ সহযোগী নারী সহ গ্রেপ্তার কক্সবাজারে ‘জুলাই-আগস্ট অভ্যুত্থান’ এক শহীদ ও আহত ৪৭ জনকে সহায়তা প্রদান সেন্টমার্টিন থেকে সাগরে ফিরেছে ১৮৩টি কচ্ছপের বাচ্চা লুট করেই ৬ ট্রলার সহ ৫৬ জেলেকে ছেড়ে দিয়েছে ‘মিয়ানমারের নৌবাহিনী’ রোহিঙ্গা ক্যাম্পে ধারালো অস্ত্রের আঘাতে রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত

টেকনাফে পাহাড়ে অপহৃত স্কুল শিক্ষার্থীর খোঁজ নেই ৪ দিনেও; শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে অপহৃত স্কুল শিক্ষার্থী আব্দুল আমিন (১৫) এর খোঁজ মিলেনি ৪ দিনেও। এ পরিস্থিতি এ শিক্ষার্থীকে জীবিত উদ্ধারের দাবিতে বৃহস্পতিবার বিকাল ৩ টায় মানববন্ধন করেছে শিক্ষার্থী সহ শিক্ষক-অভিভাবকরা।

১২ ফেব্রুযারি সকাল ৮টার দিকে অপহরণের শিকার হয় মাথাভাঙ্গা গ্রামের মোক্তার আহমদের ছেলে এবং মারিশবনিয়া উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর এই ছাত্র। পাহাড়ে বাবা-মা, ভাই-বোনের সঙ্গে পানবরজে কাজ করার সময় আব্দুল আমিনকে অপহরণ করে অস্ত্রধারীরা। ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এখনও খোঁজ মিলেনি এই ছাত্রের।

৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ উল্লাহ বলেন, শিক্ষার্থীর কোনো ধরনের খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। এ পর্যন্ত অপহরণকারিরা ফোন করে মুক্তিপণ বা কোন দাবিও করেনি। এতে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. মশিউর রহমান বলেন, ওই ছাত্রকে উদ্ধার করার জন্য টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কমকতা ওসি মুহাম্মদ ওসমান গণির নেত্বতে পুলিশ কাজ ও অভিযান পরিচালনা করছেন।

এদিকে, স্কুল ছাত্র অপহরণের প্রতিবাদ ও দ্রুত জীবিত উদ্ধারের দাবিতে মানববন্দন কররেছে ছাত্র-ছা্ত্রী, শিক্ষক ও অভিভাবক। বিকেল সাড়ে তিনটায় স্কুলে সামনে সড়কের আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ফরিদ ঊল্লাহ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো ইদ্রিস, স্কুল পরিচালনা কমিটি সভাপতি সাইফূল কাদের প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888