রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৯:১৩ অপরাহ্ন

কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নতুন সড়ক নির্মাণ ও সংস্কার কাজ চলছে

কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নতুন সড়ক নির্মাণ ও সংস্কার কাজ চলছে। এলাকায় অবকাঠামো উন্নয়নে ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্প বর্তমানে চলমান রয়েছে। ১২ ফেব্রæয়ারি সোমবার ১২ নম্বর ওয়ার্ডের ফাতেরঘোনা রোড আর সিসি নতুন সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন ও ৫ নম্বর ওয়ার্ডে চৌধুরীপাড়ায় রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে।

সোমবার বেলা আড়াইটায় কক্সবাজার পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ফাতের ঘোনা কবরস্থান রোড আর সিসি নতুন সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন মেয়র মোঃ মাহাবুবুর রহমান চৌধুরী। এই সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর এম এ মনজুর ও নাছিমা আক্তার বকুল, নির্বাহী প্রকৌশলী পরাক্রম চাকমা , প্রকৌশলী রোমেল বড়ুয়ার, শিমুল দাস, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহেদ আলী, পৌর আওয়ামী লীগ নেতা কাসেম আলী, নাছির উদ্দীনসহ সমাজ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই সময় মোনাজাত পরিচালনা করা হয়।

উদ্বোধনকালে মেয়র মাহাবুবুর রহমান বলেন, কক্সবাজার পৌরসভাকে আধুনিক ও স্মার্ট পৌরসভায় রূপান্তর করতে পৌর পরিষদ কাজ করে যাচ্ছে। এর জন্য শহরের আনাছে-কানাছে সড়কগুলো নতুন রূপে সংস্কার করা হচ্ছে। খুব অল্প সময়ের মধ্যে কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সড়কের সংস্কার ও নতুন সড়কের কাজ শুরু হবে। এ প্রকল্পের কাজ শেষ হলে পৌরবাসী সাচ্ছন্দে চলাফেরা করতে পারবেন। পরে মাদ্রাসার উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র।

একইদিন সকালে ২০২৩-২০২৪ অর্থ বছরের চৌধুরী পাড়ায় আর সি সি ঢালাই কাজের উদ্বোধন করেন প্যানেল মেয়র ইয়াছমিন আক্তার ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার। এতে আরও উপস্থিত ছিলেন এলাকার মান্যগণ্য র্ব্যাক্তিবর্গ,কাজের বাস্তবায়নকারী প্রতিষ্টানের কর্মকর্তা।

বিকালে মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সমিতিপাড়ায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে ৯ নম্বর ওয়ার্ডের আল আমিন একাডেমীতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এতে বিশেষ অতিথি ছিলেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন কবির।

  • সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888