শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:২৬ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতে আরকান আর্মির সাথে যুক্ত হয়েছে রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও) যোদ্ধারাও। ফলে মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে লড়াই তীব্রতর ও ত্রিমূখি হয়ে উঠেছে।
শনিবার বিকাল থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তবর্তী মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সীমান্ত ফাঁড়িকে ঘীরে ত্রিমুখি লড়াই দেখা যাচ্ছে। বিজিপির এসব ফাঁড়ি চারপাশ থেকে ঘীরে হামলা অব্যাহত রয়েছে। ফলে সীমান্তে জুড়ে পছন্দ বিস্ফোরণের শব্দ শুনা যাচ্ছে।
ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আজিজ জানিয়েছেন, পরিস্থিতি বুঝা যাচ্ছে লড়াই তীব্র হচ্ছে। যেখানে ত্রিমুখি লড়াই হচ্ছে বলে জানা গেছে।
সীমান্ত এলাকার লোকজন জানিয়েছেন, মিয়ানমারের সংঘাত এখন সীমান্তের একেবারে কাছা-কাছি এলাকায়। খালি চোখে সীমান্তের ওপারের অনেক কিছুই দেখা যাচ্ছে। যেখানে এতদিন আরকান আর্মির পোষাক পরিহিতদের লড়াই করতে দেখা গেছে। শনিবার রাতে থেকে রবিবার সন্ধ্যা পর্যন্ত লড়াই অব্যাহত রয়েছে। যেখানে আরএসও’র পোষাক পরিহিতদেরও দেখা যাচ্ছে।
সীমান্ত এলাকার মানুষের দাবি আরকান আর্মির সাথে আরএসও সদস্যরাও মিয়ানমারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে। অস্ত্র হাতে যাদের দেখা যাচ্ছে তাতে তা অনেকটা পরিষ্কার।
মিয়ানমারের সশস্ত্র বাহিনীর সঙ্গে বিদ্রোহী সংগঠন আরাকান আর্মির সংঘর্ষ শুরু হয় দেড় বছর আগে। ২০২২ সালে জুলাই থেকে শুরু হয়ে টানা ছয়মাস যুদ্ধ চলে সরকারী বাহিনী ও বিদ্রোহী বাহিনীর মধ্যে। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও সাম্প্রতিক সময়ে আবারো সংঘর্ষ শুরু হয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply