শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৬:২৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : তুমুল সংঘাতের জের ধরে সীমান্ত ঘেঁষা এলাকার পাঁচটি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা আবারও বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও মাধ্যমিক শিক্ষা বিভাগ।
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ত্রিরতন চাকমা জানান, শনিবার রাত থেকে এ পর্যন্ত মিয়ানমারের ভিতরে গোলাগুলির কারণে ঘুমধুম সীমান্ত এলাকার বাইশপাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাজাবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, তুমব্রæ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুল তুমব্রæ সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয় রবিবার একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতির উপর নির্ভর করে পরবর্তি সীমান্ত গ্রহণ করা হবে।
বান্দরবান জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফরিদুল আলম হোসাইনি জানান, সীমান্তের একশ গজ দুরত্বে থাকা মিসকাতুন নবী দাখিল মাদ্রাসা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্দ নেওয়া হবে।
এর আগে ২৯ জানুয়ারিও শিক্ষা প্রতিষ্ঠান একদিনের জন্য বন্ধ ছিল।
.coxsbazartimes.com
Leave a Reply