বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার মরিচ্যা এলাকায় পাহাড়ের মাটি চাপা পড়ে মো. আলম নামের এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবারে (২ ফেব্রুয়ারি) বিকালে পাহাড় ধ্বসে পড়ে ঘটনাস্থলে সে মারা যায়।
ধোয়াপালং রেঞ্জ কর্মকর্তা মো. আবদুর রশীদ বলেন, স্থানীয়দের তথ্য মতে, দীর্ঘদিন ধরে স্থানীয় খুইল্লা মিয়ার ছেলে মো. দেলোয়ার বিশাল পাহাড় কেটে মাটি পাচার করে আসছিল। প্রতিদিনের মতো পাহাড় কর্তনকালে শুক্রবারে বিকালে পাহাড় ধ্বসে পড়ে ঘটনাস্থলে সে মারা যায়। ঘটনাস্থল পরিদর্শন করছি। দেলোয়ার নামের এক ব্যক্তি শ্রমিক হিসেবে রোহিঙ্গাদের ব্যবহার করছিল। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ২০ জানুয়ারি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের বায়তুশ শরফ সংলগ্ন পাহাড় কটিতে গিয়ে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছিল।
.coxsbazartimes.com
Leave a Reply