বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৪২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদলের প্রযোজনায় মঞ্চ নাটক ‘আলিবাবা’ দুইদিন ব্যাপী মঞ্চায়ন হতে যাচ্ছে। শুক্র ও শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরীর শহীদ সুভাষ মিলনায়তনে নাটকটি মঞ্চায়ন হবে।
ক্ষীরোদ প্রসাদ বিদ্যাবিনোদ এর রচনায় নাটকটি সম্পাদনা ও নিদের্শনা দিয়েছেন নিদের্শক স্বপন ভট্টাচার্য্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় ‘চিরায়িত বাংলা নাটক মঞ্চায়ন’ শিরোনামে দেশব্যাপী মঞ্চনাটক মঞ্চায়নের অংশ হিসেবে এটি মঞ্চায়ন হচ্ছে বলে জানিয়েছেন, নাট্য নিদের্শক স্বপন ভট্টাচার্য্য।
তিনি জানান, কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলা নাটকের প্রসারে শিল্পকলা একাডেমির এমন আয়োজন। নাট্যজন লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় দেশব্যাপী চলছে এমন আয়োজন। যা সুস্থ সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখবে।
.coxsbazartimes.com
Leave a Reply