শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:১৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের আলীখালীর ভেতরে পাহাড়ের পাদদেশ থেকে মো রফিক (৩২) নামে এক রোহিঙ্গা ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ ওসমান গনি।
নিহত রফিক উপজেলার হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালীর পুরাতন রোহিঙ্গা মুহাম্মদ ইউছুপের ছেলে।
নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, গত ১২ জানুয়ারি শুক্রবার থেকে তিনি হঠাৎ করে নিখোঁজ ছিল। তবে তার স্ত্রীর দাবি, রফিককে অপহরণের শিকার হয়। মঙ্গলবার পাহাড়ের পাদদেশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পাহাড়ের পাদদেশ থেকে পাঁচটি মামলার পলাতক আসামি ও রোহিঙ্গা ডাকাত মো. রফিকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
.coxsbazartimes.com
Leave a Reply