মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন

কক্সবাজারের ৪ আসনের একটিতে হাত ঘড়ি, অপর ৩ টি নৌকার বিজয়

প্রাপ্ত ভোটের হার ৩৮.২৭ শতাংশ; #পোষ্টাল ব্যালেটে ভোট প্রদান করেছেন ৩২ জন

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের ৪ টি সংসদীয় আসনের বেসরকারি চ‚ড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কক্সবাজার জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মুহম্মদ শাহিন ইমরান এই ফলাফল চ‚ড়ান্ত করেন।

ঘোষিত ফলাফলে কক্সবাজার ১ চকরিয়া-পেকুয়া আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, কক্সবাজার ২ মহেশখালী-কুতুবদিয়া আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী আশেক উল্লাহ রফিক. কক্সবাজার ৩ সদর-রামু-ঈদগাঁও আসনে আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী সাইমুম সরওয়ার কমল এবং কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফ আসনের আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী শাহীন আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

কক্সবাজার জেলার ৪ টি আসনের ১৬ লাখ ৫০ হাজার ৯৬০ জন ভোটারের মধ্যে ৬ লাখ ৩১ হাজার ৮৩১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যেখানে পোষ্টাল ব্যালেটের মাধ্যমে ভোট প্রদান করেছেন ৪ আসনের ৪ জন। জেলার ৪ আসনে প্রদত্ত ভোটারের শতকরা হার ৩৮.২৭ শতাংশ। ঘোষিত বেসরকারি ফলাফলের বিবরণী নিম্নরূপ :

কক্সবাজার ১ :

কক্সবাজার ১ চকরিয়া পেকুয়া আসনের ১৫৮ টি কেন্দ্রের মধ্যে ৩ টি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে। অপর ১৫৫ টি কেন্দ্রের মধ্যে ৮১ হাজার ৯৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের বহিষ্কৃত সভাপতি ও সংসদ সদস্য জাফর আলম পেয়েছেন ৫২ হাজার ৮৯৬ ভোট।

এই আসনটির মোট ৪ লাখ ৮৬ হাজার ২৫২ জন ভোটারের মধ্যে ১ লাখ ৪০ হাজার ৬১৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যেখানে ৩ হাজার ৩৩৭ টি ভোট বাতিল করা হয়েছে। এ আসনে প্রদত্ত ভোটের শতকরা হার ২৮.৯২ শতাংশ। এ আসনের যে ৩ টি কেন্দ্রের ফলাফল স্থগিত রয়েছে ওই কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৯ হাজার ৮০।

এ আসনের অপর ৫ প্রার্থীর মধ্যে বাংলাদেশের ওয়ার্কাস পার্টির আবু মোহাম্মদ বশিরুল আলম (হাতুড়ী) পেয়েছেন ৫৩৭ ভোট, জাতীয় পার্টির হোসনে আরা (লাঙ্গল) পেয়েছেন ৭৭৩ জন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিন (মোমবাতি) পেয়েছেন ৬৯১ ভোট, স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের ছেলে ও স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন (ঈগল) পেয়েছেন ২৪৪ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী কামরুদ্দিন আরমান (কলারছড়ি) পেয়েছেন ১৮০ ভোট।

কক্সবাজার ২ :

কক্সবাজার ২ মহেশখালী-কুতুবদিয়া আসনে ১১৮ টি কেন্দ্রে ৯৭ হাজার ৬০৯ ভোট পেয়ে বেসকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনএফ-এর নোঙর প্রতীকের প্রার্থী শরীফ বাদশা পেয়েছেন ৩৫ হাজার ৬১৩ ভোট।

এ আসনটির মোট ৩ লাখ ৪৮ হাজার ১২৭ জন ভোটারের মধ্যে ১ লাখ ৩৫ হাজার ৫৬৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যেখানে ১ হাজার ৫৪২ টি ভোট বাতিল করা হয়েছে। এ আসনে প্রদত্ত ভোটের শতকরা হার ৩৮.৯৪ শতাংশ।

এ আসনের অপর ৪ প্রার্থীর মধ্যে ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ইউনুস (মিনার) পেয়েছেন ২৭৬ ভোট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ জিয়াউর রহমান (চেয়ার) পেয়েছেন ২২৪ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মোহাম্মদ খায়রুল আমীন (একতারা) পেয়েছেন ১৬০ ভোট এবং ন্যাশনাল পিপলস্ পার্টির (এনপিপি) মাহবুবুল আলম (আম) পেয়েছেন ১৪৮ ভোট।

কক্সবাজার ৩ :

কক্সবাজার ৩ সদর-রামু-ঈদগাঁও আসনের ১৭৬ টি কেন্দ্রে ১ হাজার ৬৭ হাজার ৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আওয়ামী আইনজীবী ফোরামের নেতা ব্যারিস্টার মিজান সাঈদ পেয়েছেন ২১ হাজার ৯৪৬ ভোট।

এ আসনের ৪ লাখ ৮৯ হাজার ৬১০ জন ভোটারের মধ্যে ১ লাখ ৯৫ হাজার ৫০৭ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। যেখানে ৩ হাজার ৩৯০ টি ভোট বাতিল করা হয়েছে। এ আসনে প্রদত্ত ভোটের শতকার হার ৩৯.৯৩ শতাংশ।

এ আসনের অপর ৪ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির এডভোকেট মোহাম্মদ তারেক (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৩৭১ ভোট, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুন (হাতঘড়ি) পেয়েছেন ৯৮৮ ভোট, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) শামীম আহসান ভুলু (কুড়েঁঘর) পেয়েছেন ৫০৫ ভোট, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মোহাম্মদ ইব্রাহিম (টেলিভিশন) পেয়েছেন ২৬৮ ভোট।

কক্সবাজার ৪ :

কক্সবাজার ৪ উখিয়া-টেকনাফ আসনের ১০৪ কেন্দ্রে ১ হাজার ২২ হাজার ৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগের নৌকা প্রতীকের প্রার্থী সংসদ সদস্য শাহীন আক্তার। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর পেয়েছেন ৩১ হাজার ৭০৭ ভোট।

এ আসনের মোট ৩ লাখ ২৬ হাজার ৯৭১ জন ভোটারের মধ্যে ১ লাখ ৬০ হাজার ১৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। যেখানে ২ হাজার ৯৫৩ ভোট বাতিল হয়েছে। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৮.৯৮ শতাংশ।

এ আসনের অপর ৫ প্রার্থীর মধ্যে জাতীয় পার্টির নুরুল আমিন ভুট্টো (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৭৫৮ ভোট, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ফরিদুল আলম (আম) পেয়েছেন ৩২৭ ভোট, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিব (সোনালী আঁশ) পেয়েছেন ২৪৬ জন, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরী (মিনার) পেয়েছেন ৮২৫ জন এবং বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইল (ডাব) পেয়েছেন ২৪৭ ভোট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888