শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৭:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক : উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প অগ্নিকান্ডে ৫ শতাধিক বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
শনিবার রাত ১২ টা ৪০ মিনিটের দিকে উখিয়ার ৫ নম্বর ক্যাম্পের ৩ টি ব্লকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানান ১৪ এপিবিএনের সহ অধিনায়ক পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল।
তবে কিভাবে আগুনের সূত্রপাত তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।
তিনি বলেন, রাতে উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লকের এ/৭ সাব ব্লকে আগুন লেগে যায়। এতে আগুন মুহুর্তে আশপাশের ব্লকগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ভোর রাতের দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ক্যাম্পটির ৩ টি ব্লকের অন্তত ৫৫০টি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা তা পুলিশ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি জানান, ৫ নম্বর ক্যাম্প এ, সি এবং ডি ব্লকে এসব ঘর পুড়ছে। আগুন লাগার সূত্রপাতের ব্যাপারে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
.coxsbazartimes.com
Leave a Reply