শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০৩:০৬ পূর্বাহ্ন
চকরিয়া প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে দৃষ্টতাপূর্ণ বক্তব্য দেয়ায় চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে স্বতন্ত্র প্রার্থী জাফর আলম এমপিকে। পরে কেন্দ্রীয় নির্দেশনায় কক্সবাজার জেলা আওয়ামী লীগ দলীয় নির্দেশ জারি করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের হাতঘড়ির পক্ষে দলীয় সকল নেতাকর্মীদের কাজ করতে। কিন্তু এই নির্দেশনা না মানায় চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী সাংগঠনিক থানা ও চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের স্বাক্ষরিত একটি কমিটি বিলুপ্তির অবহিতপত্র কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তরে পাঠানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। তিনি বলেন, দলীয় নির্দেশনা না মানায় ও নির্দিষ্ট সময়ে পূর্ণাঙ্গ কমিটি দিতে না পারায় ২ জানুয়ারি সন্ধ্যায় পৃথক চারটি কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রকে দলীয়ভাবে নেয়া সিদ্ধান্তপত্র পাঠানো হয়েছে। একই সাথে কক্সবাজার-১ আসনে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাদের সমন্বয়ে গঠিত নির্বাচন পরিচালনা কমিটি হাতঘড়ির পক্ষে কাজ করবে।
.coxsbazartimes.com
Leave a Reply