শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৪৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মিয়ানমারে বিস্ফোরণে মুহুর্মুহু শব্দ, টেকনাফের বসত ঘরের আঙ্গিনায় এসে পড়েছে গুলি মাকে কুপিয়ে হত্যার পর থানা এসে হাজির যুবক টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ

টেকনাফে স্বতন্ত্র প্রার্থীর ২ কর্মীকে মারধর ও গাড়ি ভাংচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফ উপজেলায় নির্বাচনী প্রচারণার সময় নৌকা প্রতীকের কর্মিদের কর্তৃক ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর কর্মি-সমর্থকদের উপর হামলা এবং প্রচার কাজে ব্যবহৃত দুইটি অটোরিকশা ভাংচুরের অভিযোগ উঠেছে।

এ ঘটনা স্বতন্ত্র প্রার্থী ও টেকনাফ উপজেঅ আওয়ামীলীগের সভাপতি নুরুল বশরের দুইজন কর্মি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

রবিবার দুপুর আড়াইটায় টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সুলতান মাহমুদ ও টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মোহাম্মদ ফারুক। তারা টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

আহত দুইজনই কক্সবাজার ৪ আসনের ( উখিয়া-টেকনাফ ) ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল বশরের কর্মি ও সমর্থক। তিনি দলীয় মনোনয়ন চেয়ে পাননি।

আহতদের বরাতে নুরুল বশর বলেন, দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকায় তার কয়েকজন প্রচার কর্মি ও সমর্থক অটোরিকশা যোগে প্রচারণার পাশাপাশি স্থানীয়দের মাঝে লিপলেট বিতরণ করছিলেন। এসময় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য জাফর আলমের নেতৃত্বে নৌকা প্রতীকের একদল কর্মি তাদের উপর হামলা চালায়। হামলাকারিরা এক পর্যায়ে ঈগল প্রতীকের প্রচার কাজে ব্যবহৃত দুইটি অটোরিকশা ভাংচুর চালায়। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে জানান নির্বাচনের এ স্বতন্ত্র প্রার্থী।

এ ব্যাপারে জাফর আলমের ব্যক্তিগত মোবাইল ফোন করা হলে তিনি বলেন, ‘একটি সভায় খুব ব্যস্ত আছি। যা শুনেছেন তা পুরোটা সত্য না। পরে ফোন করে আপনার সাথে আলাপ করবো।’

ঘটনার ব্যাপারে টেকনাফ থানার ওসি মোহাম্মদ ওসমান গনি বলেন, ঈগল স্বতন্ত্র প্রার্থীর কর্মি-সমর্থকদের উপর হামলার ঘটনাটির মৌখিক অভিযোগ শোনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু পুলিশ পৌঁছার আগেই উভয়পক্ষ ঘটনাস্থল থেকে চলে যান। এতে উভয়পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি। ঘটনার ব্যাপারে স্থানীয়দের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে, তাতে হামলার ঘটনা ঘটেনি বলে জানা যায়। তবে বিবাদমান উভয়পক্ষের মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। তারপরও ঘটনার ব্যাপারে ভূক্তভোগী লোকজনের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888