শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

দখলবাজি-গরুচুরি ও খুন থেকে রক্ষা পেতে হাতঘড়িতে ভোট দেয়ার আহবান

চকরিয়া প্রতিবেদক : কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে কল্যাণ পার্টির প্রার্থী বীরমুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের হাতঘড়ির পক্ষে পথসভায় বক্তরা বলেন, সন্ত্রাসী, দখলবাজি, গরুচুরি ও মানুষ খুন থেকে চকরিয়া-পেকুয়াবাসীকে মুক্ত রাখতে আগামী ৭ জানুয়ারী হাতঘড়ি প্রতিকে সবাইকে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে হবে। অন্যতায় চকরিয়া-পেকুয়া আরও অশান্ত হয়ে উঠবে। অরাজকতা ও অশান্তি ছড়িয়ে পড়বে।

শনিবার (৩০ডিসেম্বর) বিকাল ৫টায় চকরিয়া পৌরশহরের শহীদ আবদুল হামিদ টার্মিনালস্থ পথসভায় এসব কথা বলেন।

এই পথসভা প্রধান অতিথি ছিলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ সিআইপি। প্রধান বক্তা ছিলেন- জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মুজিবুর রহমান। অন্যতম আলোচক ছিলেন- হাতঘড়ির প্রার্থী কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতিক।

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত পথসভায় আরও বক্তব্য রাখেন- কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.মাহবুবুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা রেজাউল করিম, জিয়া উদ্দিন চৌধুরী, সরওয়ার আলম, এসএম গিয়াস উদ্দিন, কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সভাপতি সোহেল আহমদ বাহাাদুর, কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি এস.এম সাদ্দাম হোসাইন, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, পেকুয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু, বীরমুক্তিযোদ্ধা সাংবাদিক এস.এম সিরাজুল হক, আওয়ামীলীগ নেতা, মহসিন বাবুল, জামাল উদ্দিন জয়নাল,সাবেক চেয়ারম্যান জসীম উদ্দিন, চকরিয়া চেয়ারম্যান এসোসিয়শনের সভাপতি আজিমুল হক আজিম, কাকারা ইউপি চেয়ারম্যান শাহাবউদ্দিন, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান খ.ম আওরঙ্গজেব বুলেট, বিএমচর ইউপি চেয়ারম্যান এস.এম জাহাঙ্গীর আলম, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, আওয়ামীলীগ নেতা এস.এম আলমগীর হোসাইল,জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা রাসেল চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা তপন কান্তি দাশ, চকরিয়া উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, সাবেক সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, আওয়ামীলীগ নেতা সাংবাদিক মিজবাউল হক, আওয়ামীলীগ নেতা পরিমল বড়ুয়া, অ্যাডভোকেট ফয়জুল কবির, লক্ষ্যারচর ইউপি আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিম, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোসাইন, চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আরহান মোহাম্মদ রুবেল, আকিত হোসেন সাজিবসহ চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সকালে আলেম-ওলামাদের সাথে মতবিনিময় করেন হাতঘড়ি প্রতিকের প্রার্থী সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। পথসভা করেন কাকারা, কোণাখালীসহ বেশ কয়েকটি ইউনিয়নে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888