শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন
টেকনাফ প্রতিবেদক : টেকনাফের মোহাম্মদ উল্লাহ (৩৫) নামের এক যুবকের খোঁজ মিলছে না ৬ দিন ধরে। যুবকের পিতা জানিয়েছেন, অজ্ঞাত ব্যক্তিরা তাঁর ছেলেকে অপহরণের পর ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। কিন্তু পুলিশ বলছে, মাদক ও মানবপাচার সংক্রান্ত ঘটনায় অপহরণের নাটক সাজানো হচ্ছে।
নিখোঁজ মোহাম্মদ উল্লাহ টেকনাফের বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার আবুল কাসেমের ছেলে। তিনি একজন সুপারি ব্যবসায়ী বলে জানিয়েছেন পিতা।
পিতা আবুল কাসেম জানিয়েছেন, তাঁর ছেলে গত ২০ ডিসেম্বর সকাল ১০ টার দিকে বাড়ি থেকে ফের হয়ে জাহাজপুরা বাজার যাওয়ার যায়। তারপর থেকে নিখোঁজ হন। তার ছেলে ব্যবহৃত ০১৮৩৩২৭১২৯৭ নাম্বারে ফোন করলে তাও বন্ধ পাওয়া গেছে। এর পর থেকে অনেক সন্ধানের পরও পাওয়া যায়নি ছেলেকে। কিন্তু ২৩ ডিসেম্বর সন্ধ্যায় তার ছেলের নাম্বার থেকে ফোন করে অজ্ঞাত লোকজন জানায় ছেলেকে অপহরণ করা হয়েছে ২ লাখ টাকা মুক্তিপণ দিলে ছেড়ে দেবে। অন্যতায় হত্যা করে মরদেহ গুম করার হুমকি দেন। এরপর থেকে আর কোন যোগাযোগ হচ্ছে না।
বিষয়টি লিখিতভাবে ২৩ ডিসেম্বর রাতেই টেকনাফ থানায় জানানো হয়েছে বলে জানান আবুল কাসেম।
কিন্তু টেকনাফ মডেল থানার কর্মকর্তা ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, এ ধরনের কোন অভিযোগ এখনো পাওয়া যায়নি। তবে ওই এলাকায় মাদক ও মানব পাচার চক্রান্ত কিছু ঘটনাকে কেন্দ্র অপহরণের নাটক সাজাচ্ছে সংশ্লিষ্টরা। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
.coxsbazartimes.com
Leave a Reply