সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন

মহেশখালীতে মালিক শ্রমিক যৌথ ঐক্য পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : মহেশখালী উপজেলা ট্রাক, মিনিট্রাক, কাভার্ডভ্যান, জীপ, কার ও মাইক্রোবাস মালিক শ্রমীক যৌথ ঐক্য পরিষদ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় মহেশখালী সড়কে যান চলাচলে শৃংখলা ও নিয়ম নীতি মেনে চলার উপর গুরুত্বারুপ করা হয়। সকল গাড়ীর লাইসেন্স নবায়ন, চালক ও সহকারীদের পরিচয়পত্রের বিষয়েও আলোচনা হয়। মাতারবাড়ী কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ প্রকল্পে ও গভীর সমুদ্র বন্দরে মহেশখালীর স্থানিয় বৈধ লাইসেন্স ধারী চালকদের চাকরি নিশ্চিতকরনের দাবী জানানো হয়। পাশাপাশি সংগঠনের বৈধ যোগ্যতা সম্পন্ন শ্রমিকদের চাকরীতে নিয়োগেরও দাবী জানান নেতারা।

গত ২০ ডিসেম্বর বিকালে মহেশখালী উপজেলার বড় মহেশখালীর সমবায় ভবনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহেশখালী উপজেলা ট্রাক, মিনিট্রাক, কাভার্ডভ্যান, জ¦ীপ, কার ও মাইক্রোবাস মালিক শ্রমীক যৌথ ঐক্য পরিষদের আহবায়ক হাবিব উল্লাহর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ট্রাক মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ন আহবায়ক জহির উল্লাহ।বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা সড়ক ট্রাক মিমি ট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা মালিক শ্রমিক যৌথ ঐক্য পরিষদের যুগ্ন সম্পাদক মফিজুর রহমান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কক্সবাজার জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ ফরিদুল আলম, প্রচার সম্পাদক রশিদ আহমদ, মহেশখালীর যুগ্ন আহবায়ক গোপাল পাল, নুরুল ইসলাম কোম্পানি, মো: সৈয়দ কোম্পানি, শ্রমিক নেতা আবুবক্কর ছিদ্দিক বাদশা, এরশাদ উল্লাহ, মোনাফ ড্রাইভার সহ মালিক, চালক, শ্রমিক সহ তিন শতাধিক সদস্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888