বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৭:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
টেকনাফ ছাড়াও এবার নতুন করে উখিয়া-নাইক্ষ্যংছড়ি সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের বিকট শব্দ চকরিয়ায় জেলা পরিষদের জমিতে নির্মিত আওয়ামী লীগের অফিস উচ্ছেদ সেন্টমার্টিন দ্বীপে পর্যটন নিয়ন্ত্রণ ও জাহাজ ছাড়ার পয়েন্ট নির্ধারণ সংক্রান্ত কমিটি গঠণ সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে কক্সবাজার শহরে এসে সেন্টমার্টিন দ্বীপবাসির সড়ক অবরোধ পাহাড়ী আস্তানা থেকে মালয়েশিয়া পাচারকালে শিশুসহ ৩১ জন উদ্ধার, দুই দালাল আটক সাবের মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস ফিরোজ কক্সবাজারে গ্রেপ্তার মিয়ানমারের বাঘগুনা খালের পাশে রয়েছে নিমার্ণ সামগ্রী ও দুইটি ট্রলার, মাঝি-মাল্লা সহ ১১ জনের হদিস নেই মিয়ানমারের উপজাতি সম্প্রদায়ের ৬৫ নাগরিকের অনুপ্রবেশ চকরিয়ায় কিশোরকে ছুরিকাঘাত : আটক ৪ চকরিয়ায় ফেরিওয়ালার ঝুলন্ত মরদেহ উদ্ধার

কক্সবাজারের ৪ টি আসনের ২৪ প্রার্থী প্রতীক নিয়ে মাঠে

নিজস্ব প্রতিবেদক : দ্বাদশ জাতীয় নির্বাচনে কক্সবাজারে ৪ টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী ২৪ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। যারা ইতিমধ্যে নির্বাচনী প্রচারণায় মাঠে নেমেছেন।

সোমবার কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়। কক্সবাজারের চারটি আসনে বৈধ প্রার্থী রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ২৪ জন প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

সকালে কক্সবাজার-০১ ( চকরিয়া-পেকুয়া ) আসনে বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে হাতঘড়ি, ওয়ার্কার্স পার্টির প্রার্থী আবু মোহাম্মদ বশিরুল আলমকে হাতুড়ি, জাতীয় পার্টির হোসনে আরা’কে লাঙ্গল, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের মোহাম্মদ বেলাল উদ্দিনকে মোমবাতি, স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলমকে ট্রাক, স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিনকে ঈগল, স্বতন্ত্র প্রার্থী কামরুদ্দিন আরমানকে কলারছড়ি প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এই আসনে আওয়ামী লীগের মনোনীত কোন প্রার্থী নেই। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপিকে ঋণ খেলাপীর অভিযোগে রিটার্নিং অফিসার পরে নির্বাচন কমিশনারের আপীলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এই আসনে কল্যান পার্টির সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের সাথে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি জাফর আলমের মুল প্রতিদ্বন্দ্বিতা হবে।

কক্সবাজার-০২ আসনে ( মহেশখালী-কুতুবদিয়া ) আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য আশেক উল্লাহ রফিককে নৌকা, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ইউনুসকে মিনার, বিএনএম এর শরীফ বাদশাহকে নোঙ্গর, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর মোহাম্মদ জিয়াউর রহমানকে চেয়ার, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) মোহাম্মদ খায়রুল আমীনকে একতারা, বাংলাদেশ ন্যাশালিস্ট পার্টির ( এনপিপি ) মাহবুবুল আলমকে আম প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এই আসনে আওয়ামী লীগের আশেক উল্লাহ রফিকের বিএনএমএর প্রার্থী শরীফ বাদশার সাথে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে।

কক্সবাজার-০৩ আসনে ( সদর রামু ও ঈদগাঁও ) আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে নৌকা, জাতীয় পার্টির এডভোকেট মোহাম্মদ তারেককে লাঙ্গল, বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুনকে হাতঘড়ি, ন্যাশনাল আওয়ামী পার্টির ( ন্যাপ ) শামীম আহসান ভুলুকে কুড়েঁঘর, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের ( বিএনএফ ) মোহাম্মদ ইব্রাহিমকে টেলিভিশন প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এই আসনে আওয়ামী লীগের সাইমুম সরওয়ার কমলের সাথে কল্যাণ পার্টির মহাসচিব আব্দুল আউয়াল মামুনের সাথে মুল প্রতিদ্বন্দ্বিতা হবে।

কক্সবাজার-০৪ আসনে ( উখিয়া-টেকনাফ ) জাতীয় পার্টির নুরুল আমিন ভুট্টোকে লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টির ( এনপিপি ) ফরিদুল আলমকে আম, তৃণমূল বিএনপির মুজিবুল হক মুজিবকে সোনালী আঁশ, ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ ওসমান গনি চৌধুরীকে মিনার, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ ইসমাইলকে ডাব এবং আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য শাহীন আক্তারকে নৌকা প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এই আসনে আওয়ামী লীগের শাহীন আক্তারের সাথে জাতীয় পার্টির মুল প্রতিদ্বন্দ্বিতা হবে।

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

.coxsbazartimes.com

Design & Developed BY ThemesBazar.Com
themesbcox1716222888