বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : টেকনাফে চোরাইপথে মিয়ানমারে পাচারকালে আমদানীকৃত দাহ্য পদার্থ ১৪৯৫ লিটার অকটেন সহ পাচারকারি চক্রের এক সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় পাচার কাজে ব্যবহৃত ২টি ইঞ্জিন চালিত মাছ ধরার পুরাতন সাম্পান জব্দ করা হয়েছে।
বুধবার ভোরে টেকনাফের সাবরাং ইউনিয়নের বাহারছড়া ঘাটের দক্ষিণ পাশে মেরিন ড্রাইভ সড়কে এ অভিযান চালানো হয়।
আটক মো. হারুন টেকনাফ সদর ইউনিয়নের ডেইলপাড়া এলাকার রহিম আলীর ছেলে।
টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গণি এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে একজনকে আটক করে অকটেন উদ্ধার করা হয়। যা সমুদ্র পথে পাচারের চেষ্টা করা হয়েছি। অভিযানে চক্রের আরও ৮-৯ জন সদস্য কৌশলে পালিয়ে গেছে। এব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। পলাতক সদস্যদেরকে গ্রেফতারের সাঁড়াশি অভিযান অব্যাহত আছে।
.coxsbazartimes.com
Leave a Reply